Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাসপাতালের জন্য বাড়লো UPI পেমেন্টের সীমা, ১০ জানুয়ারি থেকে হবে প্রযোজ্য

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অর্থ প্রদানের সর্বোচ্চ সীমা এতদিন পর্যন্ত ইউপিআই এর ক্ষেত্রে ছিল ১ লক্ষ টাকা। তবে আগামী ১০ জানুয়ারি থেকে এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে…

Avatar

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অর্থ প্রদানের সর্বোচ্চ সীমা এতদিন পর্যন্ত ইউপিআই এর ক্ষেত্রে ছিল ১ লক্ষ টাকা। তবে আগামী ১০ জানুয়ারি থেকে এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্কুল-কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইউপিআই-এর লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে বলে জানিয়ে দিয়েছেন আর বি আই গভর্নর শক্তি কান্ত দাস। তিনি বলেছেন, ” এর ফলে উপভোক্তা শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে উচ্চ পরিমাণে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বিমা ক্রেডিট কার্ড এর বিল পরিশোধের মতো কাজ এখন ইউপিআই এর মাধ্যমে করা যাবে। ”

তবে এনপিসিআই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এই বর্ধিত সীমা অর্থাৎ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার এই সীমা শুধুমাত্র যাচাইকৃত ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য হবে। পিএসপি এবং ব্যাংক, ইউপিআই অ্যাপ এবং অন্যান্য পেমেন্ট প্রদানকারীদের ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি নোটিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের বর্ধিত সীমা সহ একটি পেমেন্ট মোড হিসেবে ইউপিআই গ্রহণ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুদ্রানীতি কমিটির ফলাফল ঘোষণা করার সময় আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন, ইউপিআই লেনদেনের বিভিন্ন বিভাগের সীমা গুলি পর্যালোচনা করা হয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে। পাশাপাশি ফিনটেক্স সেক্টরকে সমর্থন প্রদানের উদ্দেশ্যে একটি ফিনটেক রিপোজিটরি স্থাপন করেছে আরবিআই। এই প্রসঙ্গে শক্তিকান্ত দাস বলেছেন, “২০২৪ সালের এপ্রিলে বা তার আগে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব এই রিপোজিটরি চালু করবে। ফিনটেক সংস্থাগুলিকে এই রিপোজিটরিতে স্বেচ্ছায় প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে বলা হবে।”

About Author