প্রীতম দাস : অবশেষে পশ্চিমবঙ্গে আছরে পরলো ঘূর্ণিঝড় বুলবুল। ফ্রেজারগঞ্জ এলাকায় এটি ১২০ কিমি বেগে আছরে পড়ে। কলকাতা থেকে বুলবুল ১৫০ কিমি দূরে এটি বর্তমানে অবস্থান করছে। বুলবুল এর প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে । সাগারদীপ ও বক্ষালির মাঝে রয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। কলকাতায় ৬০-৭০ কিমি সর্বোচ্চ ৯০ কিমি পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে। বহু কাচা বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। আগেই ১ লক্ষ ২০ হাজার মানুষকে সরিয়ে নিরাপত্তার খাতিরে নেওয়া যাওয়া হচ্ছে। বহু জাইগাতে গাছ ভেঙে পড়ে জনজীবন ব্যাহত হইছে বলে সূত্রে খবর। সরকার ও প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এটি পরবর্তীতে বাংলাদেশ দিকে গমন করবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হইছে। সাগর উত্তাল হয় উঠেছে। ১১৭ নং সড়কে গাড়ির উপর বড়ো গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। বুলবুল আছরে পড়ার পর এককথায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই।