প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গত মাসে অযোধ্যার রাম মন্দির থেকে যাত্রা শুরু করেছে অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের লক্ষ্য হল দেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলা। ট্রেনটি চালু হওয়ার পরই ভারতের রেল মন্ত্রণালয় আরও এক নতুন সুখবর দিয়েছে ভারতের সাধারণ মানুষকে। অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য এখন থেকে সুপারফাস্ট চার্জে ছাড় দেওয়া হবে।
সাধারণত, যেকোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করার সময় সুপারফাস্ট চার্জ হিসেবে ৩০ থেকে ৪৫ টাকা দিতে হয়। তবে, অমৃত ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে এই চার্জ আর দিতে হবে না। উদাহরণস্বরূপ, দিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে বিহারের দরভঙ্গা পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেসের টিকিট মূল্য ৬০০ টাকা। এই টিকিটে বেস ফেয়ার ৫৮০ টাকা এবং রিজার্ভেশন চার্জ ২০ টাকা। অন্যদিকে, দিল্লি থেকে দরভঙ্গা পর্যন্ত চলাচলকারী এসএফ স্পেশাল ট্রেনের টিকিট মূল্য ৭১৫ টাকা। এই টিকিটে বেস ফেয়ার ৬৬৫ টাকা, রিজার্ভেশন চার্জ ২০ টাকা এবং সুপারফাস্ট চার্জ ৩০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅমৃত ভারত এক্সপ্রেসের আরও অনেক সুবিধা রয়েছে। এই ট্রেনে বন্দে ভারতের মতো উচ্চগতির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া, ট্রেনের কোচগুলোও আরামদায়ক। অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ায় মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা বলছেন, এই ট্রেন তাদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে।