সাধারণতঃ হরিয়ানভি তথা রাগনী নৃত্যশিল্পীদের অধিকাংশ এই পেশায় আসেন পরিবারের আর্থিক সমস্যার কারণে। তাঁদের উপার্জনের মাধ্যমেই সংসারে অন্নের যোগান ঘটে। কিন্তু মুসকান বেবি (Muskan Baby) এসেছিলেন শুধুমাত্র নৃত্যশিল্পী হওয়ার তাগিদে। 2000 সালে নয়াদিল্লির গোবিন্দপুরা অঞ্চলে জন্ম গ্রহণ করেছিলেন মুসকান। শৈশব থেকেই মডেল ও নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ছোটবেলায় একাধিক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মুসকান। প্রায় সবকটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। পরবর্তীকালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও একসময় রাগনী নৃত্যশিল্পী হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।
ধীরে ধীরে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন মুসকান। 2023 সালের 31 শে ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে তাঁর নতুন ডান্স ভিডিও। খোলা মঞ্চে মুসকানকে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে নীল রঙের কামিজ, সোনালি রঙের সালোয়ার ও হলুদ রঙের ওড়না। পাতিয়ালা সালোয়ার-কামিজের উপরের অংশ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। থ্রি-কোয়ার্টার কামিজের স্লিভ বেল স্লিভ প্যাটার্নের। বলিউডের আইকনিক ফিল্ম ‘করণ অর্জুন’-এর গান ‘গুপ চুপ’-এর সাথে ডান্স পারফরম্যান্স করেছেন মুসকান। এখনও অবধি এই ডান্স ভিডিওটি আড়াইশোর কিছু বেশি ভিউ অতিক্রম করেছে।
নাচের শুরুতে হলুদ ওড়নায় মুখ আবৃত করে নেন মুসকান। ঠুমকা লাগাতে শুরু করেন তিনি। লিপ সিঙ্কের সাথেই ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকার ইশারা করেন তিনি। মঞ্চের ধারে গিয়ে মুসকান সামান্য নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেন। পুরুষ দর্শকদের একাংশ মঞ্চের সামনে এসে মুসকানের ভিডিও করতে থাকেন তাঁদের মোবাইলে। মঞ্চে একসময় শুয়ে পড়েন মুসকান। কিন্তু পরক্ষণেই উঠে নাচতে থাকেন তিনি। এরপর মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দেন মুসকান। কখনও পুরুষ দর্শকদের কাছ থেকে টাকা নিতে দেখা যায় তাঁকে। এইভাবেই একসময় নাচ শেষ করেন মুসকান।