নিউজরাজ্য

রাজ্যে বুলবুলের তুমুল তাণ্ডব, জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যসচিব

Advertisement

নয়ন ঘোষ : ঘূর্ণিঝড় বুলবুল রওনা দিয়েছে বাংলাদেশের দিকে। কিন্তু তার তাণ্ডবের ছাপ রেখে গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তাই ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করল নবান্ন। ইতিমধ্যেই নটি জেলার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব।

জানা যাচ্ছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভেঙে পড়েছে তিন হাজারের বেশি গাছ। ৯৫০ টি মোবাইল টাওয়ার ভেঙেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। যদিও বুলবুলের সঙ্গে মোকাবিলা করতে উপকূল রক্ষী বাহিনী সহ স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল।

নবান্নে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। যার তদারকিতে দেখা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। মুখ্যমন্ত্রীকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই মুখ্য সচিব ৯ টি জেলার জেলা শাসকের কাছে ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট তলব করলেন।

Related Articles

Back to top button