টাইট সালোয়ার-কামিজে উদ্দাম নাচ কোমল চৌধুরীর, ভিডিও দেখলে রাতের ঘুম উড়বে
হরিয়ানার মাটি থেকে জন্ম রাগনী নৃত্যশৈলীর। উইকিপিডিয়া সহ নামী এনসাইক্লোপিডিয়ায় রাগনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। কারণ এই ধরনের নৃত্যশৈলী একসময় শুধুমাত্র অন্দরমহলের নৃত্যশৈলী হিসাবেই বিবেচিত হত। বিয়ে অথবা গোদভরাই -এর মতো অনুষ্ঠানে পঞ্জাবি মহিলারা নিজেদের মতো করে বিভিন্ন লোকসঙ্গীতের সাথে রাগনী নাচতেন। তবে তা পুরুষের দেখার সুযোগ ছিল না। ফলে রাগনীর স্টেপে রয়েছে সামান্য আদিরসের মিশ্রণ। কিন্তু কবে বা কিভাবে রাগনী খোলা মঞ্চে পেশাদার হয়ে উঠল তা কেউ জানেন না। অধিকাংশ রাগনী নৃত্যশিল্পী এই পেশায় আসেন আর্থিক কারণে। সপনা চৌধুরী (Sapna Choudhary) রাগনীকে পৌঁছে দিয়েছেন সর্বভারতীয় স্তরে। কিন্তু কোমল চৌধুরী (Komal Choudhary) রাগনীকে যৌনত্তেজক করে তার নাম ফেলেছেন।
2023 সালের 11 ই অগস্ট ‘ হরিয়ানভি ডিজে ঠুমকা’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে কোমলের ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডান্স ভিডিওতে কোমলের পরনে রয়েছে পার্পল রঙের পাতিয়ালা সালোয়ার-কামিজ ও ওড়না। টাইট কামিজে রয়েছে সোনালি জরির কাজ। এই কামিজের নেকলাইন সামান্য ডিপ। ‘সারা রোড়া পতলি কমর কা’ গানের সাথে ডান্স পারফরম্যান্স করেছেন কোমল। ডান্স ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে কোমল ঘোমটায় আবৃত করেছেন নিজের মুখমন্ডল। নাচের শুরুতেই বুটি ডান্স করেন তিনি। মঞ্চের ধারে জড়ো হয়েছেন একাধিক পুরুষ দর্শক। তাঁদের সামনে গিয়ে ঠুমকা লাগাতে শুরু করেন কোমল।
একসময় ওড়না সরিয়ে দিয়ে মঞ্চেই ডাইভ করে উপুড় হন কোমল। মঞ্চের ধারে এসে যতটা সম্ভব নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেন তিনি। ক্রমশ তাঁর নাচ হয়ে উঠতে থাকে যৌনতাপূর্ণ। মঞ্চে একজন পুরুষ দর্শক উঠে কোমলকে অনুকরণ করে নাচতে শুরু করেন। কিন্তু চলতে থাকে কোমলের নাচের স্টেপের রিপিটেশন। আবারও ঘোমটায় মুখ আবৃত করেন তিনি। এইভাবেই একসময় নাচ শেষ করেন কোমল। এখনও অবধি তাঁর এই ভিডিওটির ভিউ তিন লক্ষের কিছু বেশি ভিউ অতিক্রম করেছে।