ভারতীয় পোস্ট অফিস যে বিশ্বের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক সে কথা নিশ্চয়ই বলে দিতে হয় না। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারত সরকারের অধীনে প্রায় ১.৫৫ লাখের বেশি পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। যার মধ্যে ৯০ শতাংশ পোস্ট অফিস গ্রামীণ ক্ষেত্রে নিজেদের কর্মকান্ড অপারেট করে থাকে। স্পিড পোস্ট, নিবন্ধিত চিঠি প্রেরণ, সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ এমনকি ব্যাংকের মতো অর্থ গচ্ছিত রাখার ক্ষেত্রেও গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ মানুষ পোস্ট অফিসের ওপর নির্ভর করে থাকে।
বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মতো পোস্ট অফিসও নিজেদের কর্মক্ষেত্র বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতের এমন একাধিক অঞ্চল রয়েছে যেখানে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে মানুষ। আর পোস্ট অফিসের এই সুবিধা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে ব্যাংকের মতো পোস্ট অফিসও নিজেদের ফ্রাঞ্চাইজি দিচ্ছে সাধারণ মানুষকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিজের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যেও পোস্ট অফিসের এই ফ্রাঞ্চাইজি নিয়ে আজকের দিনে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে পোস্ট অফিসের এই ফ্রাঞ্চাইজি গ্রহণ করবেন এবং কত পরিমান লাভ্যাংস পাবেন আপনি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
যদি আপনার বয়স ১৮ বছরের উর্ধ্বে হয় তবে আপনি খুব সহজে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে পারবেন। তবে এর জন্য আপনার কাছে একটি প্যান নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, ভারত সরকার কর্তৃক স্বীকৃত যে কোন বোর্ডের অধীনে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, কম্পিউটারের ওপর বিশেষ জ্ঞান এবং স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে।
উপরোক্ত শর্তগুলি পূরণ করলেই আপনি পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারবেন। এর জন্য প্রথমে পোস্ট অফিসে আপনাকে আবেদন করতে হবে এবং নিরাপত্তা আমানত হিসেবে ১০ হাজার টাকা পোস্ট অফিসে জমা রাখতে হবে। এরপর আপনি স্পিড পোস্টের ওপর ২ টাকা, ২০০ টাকার ওপরে যে কোন মানে অর্ডারের উপর ৫ টাকা এবং বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের উপর কমিশন পাবেন আপনি।