Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমির খানের মেয়ের বিয়েতে 60 লাখ টাকার শাড়ি পরে এসেছিলেন নীতা আম্বানি

সম্প্রতি মুম্বইয়ের বুকে অনুষ্ঠিত হল আমির খান (Amir Khan) ও তাঁর প্রথম স্ত্রী রীনা (Reena)-র কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখারে (Nupur Shikhare)- র রিসেপশন। কয়েকদিন আগে মুম্বইয়ে…

Avatar

সম্প্রতি মুম্বইয়ের বুকে অনুষ্ঠিত হল আমির খান (Amir Khan) ও তাঁর প্রথম স্ত্রী রীনা (Reena)-র কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখারে (Nupur Shikhare)- র রিসেপশন। কয়েকদিন আগে মুম্বইয়ে ইরা ও নুপূরের আইনত বিয়ে অনুষ্ঠিত হওয়ার পর তাঁরা উড়ে গিয়েছিলেন উদয়পুর। সেখানে রীতিমত রাজকীয় ভাবে ক্যাথলিক রীতি মেনে হয়েছে নুপূর ও ইরার আনুষ্ঠানিক বিয়ে। এরপরেই মুম্বইয়ে ফিরে এসে অনুষ্ঠিত হল তাঁদের রাজকীয় রিসেপশন। তারকাখচিত এই রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। আমন্ত্রিত ছিলেন নীতা আম্বানি (Nita Ambani) ও মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বলিউড তারকাদের মতো আম্বানি দম্পতিও টুইনিং করে পোশাক পরেছিলেন। কিন্তু তবু পাপারাৎজিদের স্পটলাইট শুষে নিলেন নীতা একাই।

এদিন পাপারাৎজিদের অনুরোধে ছবির জন্য পোজ দিলেন মুকেশ ও নীতা। কিন্তু নীতার পরনের শাড়ি হয়ে উঠেছে ‘টক অফ দ্য টাউন’। এদিন ইরা ও নুপূরের রিসেপশনের জন্য নীতা বেছে নিয়েছিলেন কালো রঙের সিকুইনড শাড়ি। শাড়িটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র (Manish Malhotra)। শাড়ির পাড় জুড়ে ছিল কালো সুতোর ভারি এমব্রয়ডারি। এমব্রয়ডারিতে অনুসরণ করা হয়েছিল ফ্লোরাল প‍্যাটার্ন। কালো রঙের শাড়ি জুড়ে সিকুইনের কারুকার্য মনে করিয়ে দেয় রাতের তারায় ভরা আকাশকে। এই শাড়ির সাথে নীতা টিম আপ করেছিলেন কালো রঙের ব্লাউজ। ব্লাউজ জুড়ে ছিল চিকনকারি কারুকার্য। তার মাঝেই ব্যবহার করা হয়েছিল সিকুইন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্লাউজের স্লিভ ও শাড়ির আঁচলে ছিল কালো রঙের সুতোর পমপম। নীতা বরাবর হালকা মেকআপের পক্ষপাতী। ফলে কালো রঙের আইলাইনার ও কাজলে তিনি সেরেছিলেন তাঁর চোখের মেকআপ। ঠোঁট রাঙিয়েছিলেন ন্যুড শেডের লিপস্টিকে। খোলা ছিল নীতার চুল। দুই ভ্রুর মাঝে কালো টিপ পরেছিলেন তিনি। হীরের নেকপিস ও চুড়িতে সেজেছিলেন নীতা। নীতার হাতে ছিল কালো রঙে বো শেপড ক্লাচ। ক্লাচ জুড়েও ছিল সিকুইনের কারুকার্য। সব মিলিয়ে এদিন পাপারাৎজিদের আই ক্যান্ডি হয়ে উঠেছিলেন নীতা।

About Author