টেক বার্তাদেশনিউজ

এবার মাত্র ৫০ টাকায় পেয়ে যান ATM কার্ডের মত আধার কার্ড, এই সহজ উপায়ে করুন আবেদন

আপনাদের জন্য আধার কার্ড সম্পর্কিত এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি, যেটি জানার পর খুব সহজে এটিএম কার্ডের মত PVC আধার কার্ড ঘরে বসে পেয়ে যাবেন।

Advertisement

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলে আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা আপনাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড হাতে পেয়েছেন। যদিও সেটি অত্যন্ত সাধারণ কাগজে প্রিন্ট করা। যা ব্যবহার করতে গিয়ে অনেক সময় ছিড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য আধার কার্ড সম্পর্কিত এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি, যেটি জানার পর খুব সহজে এটিএম কার্ডের মত PVC আধার কার্ড ঘরে বসে পেয়ে যাবেন আপনি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে PVC আধার কার্ডের জন্য বাড়ি বসে আবেদন করবেন আপনি-

PVC আধার কার্ডের আবেদন পদ্ধতি-
১. PVC আধার কার্ড বাড়ি বসে পেতে হলে প্রথমে আপনাকে myaadhaar.govt.in ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে হবে।
৩. লগইন করার পর আপনার ফোন অথবা স্ক্রিনে ভেসে ওঠা পরিষেবা গুলির মধ্যে থেকে ডুব্লিকেট আধার কার্ড PVC অপশনটি বেছে নিতে হবে।
৪. এরপর PVC কার্ড প্রাপ্ত করার জন্য আপনাকে ৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।
৫. উপরে বর্ণিত পদ্ধতি গুলি সম্পন্ন হলে আপনাকে নির্দিষ্ট পেজ থেকে লগ আউট করতে হবে।
এরপর ১৫ থেকে ২০ কর্ম দিবসের মধ্যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই আধার কার্ডের PVC প্রিন্ট পেয়ে যাবেন।

Related Articles

Back to top button