Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কমলা রঙের সালোয়ার-কামিজে মঞ্চে নেচে ঝড় তুললেন Sapna Choudhary, দেখুন ভিডিও

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি তথা রাগনী নৃত্যশৈলীকে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক স্তরে। এমনকি গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে সপনা হেঁটেছিলেন। আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। আর্থিক সমস্যার কারণে একসময়…

Avatar

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি তথা রাগনী নৃত্যশৈলীকে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক স্তরে। এমনকি গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে সপনা হেঁটেছিলেন। আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। আর্থিক সমস্যার কারণে একসময় হরিয়ানভি নৃত্যশিল্পীর পেশায় এলেও বর্তমানে স্বপ্না দেশ-বিদেশ জুড়ে একের পর এক শো করে বেড়াচ্ছেন। করোনা অতিমারীর সময় অনুষ্ঠান বন্ধের নির্দেশিকা জারি হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু এই নির্দেশিকার ফলে স্বপ্না সহ অন্যান্য হরিয়ানভি নৃত্যশিল্পীদের আর্থিক সমস্যা দেখা দিয়েছিল।

সেই সময় সপনা প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁদের অন্নের যোগান হবে কি করে! স্বপ্না অনুরোধ করেছিলেন যাতে তাঁদের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কথায় কর্ণপাত করা হয়নি। করোনাকালের পর ‘নিউ নর্মাল’ থেকে আবারও শো করতে শুরু করেছেন স্বপ্না। ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হয়ে চলেছে সপনার ডান্স ভিডিও। 2017 সালের 18 ই জুলাই ‘চন্দা ভিডিও’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে স্বপ্নার ডান্স ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে স্বপ্নার পরনে রয়েছে কমলা রঙের পাতিয়ালা সালোয়ার-কামিজ। হাফ স্লিভ কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। মাসুম শর্মা (Masoom Sharma) ও অন্নু কাড়িয়ান (Annu Kadyan) -এর গাওয়া গান ‘ইংলিশ মিডিয়াম’-এর সাথে ডান্স পারফরম্যান্স করেছেন স্বপ্না। নিপুণ দক্ষতায় রাগনীর প্রতিটি স্টেপ মঞ্চে ফুটিয়ে তুলেছেন স্বপ্না। তাঁর নাচে ছিল না কোনো অশালীনতা। স্বপ্না যথাযথ নেচে সকলের মন কেড়ে নিয়েছেন। সপনার এই ভিডিওটির ভিউ এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি অতিক্রম করেছে। তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ।

About Author