ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনি যদি সাধারণ টিকিট নিয়ে স্লিপারে চড়েন তাহলে টিটিই কত টাকা জরিমানা নেবে? জেনে নিন রেলের নিয়ম

আপনি যদি ভারতীয় রেলে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে

Advertisement

ভারতীয় রেল হল ভারতের সবথেকে সস্তা এবং সবথেকে আরামদায়ক পরিবহনের মাধ্যম। এই কারণে ভারতীয় রেলের সবথেকে বেশি ভিড় হয়। সব সময় মানুষজন ট্রেনে ভ্রমণের জন্য কয়েক মাস আগে থেকেই টিকিট বুক করেন যাতে তারা নিশ্চিত টিকিট পেতে পারেন। কিন্তু অনেক সময় আপনাকে জরুরি অবস্থায় কোথাও যেতে হয় এবং সেই সময় আপনি নিশ্চিত টিকিট পেতে সক্ষম হন না। এমন পরিস্থিতিতে আজ আমরা জানবো সাধারণ টিকিট নিয়ে যাত্রীরা স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারবেন কিনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

রেলওয়ে আপনাকে ভ্রমণের জন্য অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম হলো সাধারণ টিকিট নিয়ে স্লিপারে ভ্রমণ। তবে এর কিছু শর্ত রয়েছে। দ্বিতীয় শ্রেণীর ট্রেন টিকিট এর বৈধতা রেলওয়ে আইন ১৯৮৯ এর অধীনে, যাত্রার দূরত্ব ১৯৯ কিলোমিটার বা তার কম হলে টিকিটের মেয়াদ ৩ ঘন্টা হবে। আপনি যদি দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে থাকেন এবং সাধারণ কোচে কোন পা রাখার জায়গা না থাকে তাহলে পরবর্তী ট্রেন না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর কারণটা হলো এই টিকিট ট্রেনের সাপেক্ষে সংরক্ষিত থাকে না।

তবে টিকিটের বৈধতা সীমার মধ্যে অন্য কোন ট্রেনের বিকল্প না থাকলে আপনি স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারেন। আপনি কিন্তু কোন সিটে বসার অধিকার পাবেন না। ১৩৮ ধারার রেলওয়ে আইনের অধীনে এই পরিস্থিতিতে আপনি ট্রেনে ঢোকার সাথে সাথে আপনাকে টিকিট চেকারের সঙ্গে কথা বলতে হবে। আপনি কোন পরিস্থিতিতে স্লিপার ক্লাসে প্রবেশ করেছেন সেটা আপনাকে বিস্তারিতভাবে জানাতে হবে।

যদি কোন আসুন খালি থেকে যায় তাহলে টিকিট চেকার আপনাকে অতিরিক্ত টাকাটা নিয়ে আপনাকে সিট দেবে। আর যদি কোন আসন না পাওয়া যায়, তাহলে আপনি দাঁড়িয়ে স্লিপার ক্লাসে ভ্রমন করতে পারবেন। যদি আপনি স্লিপার ক্লাসের বাইরে না যান তবে আপনি ২৫০ টাকা জরিমানা দিয়ে আপনার যাত্রা চালিয়ে যেতে পারেন। আপনাকে ২৫০ টাকার একটি চালান দেওয়া হবে। এই চালান টিকিট চেকার তৈরি করে দেবে এবং সেটা আপনাকে পরে আদালতে জমা দিতে হবে।

Related Articles

Back to top button