অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠনে নাটকের পরিসমাপ্তি কিভাবে ঘটবে জানে না কেউ! বৃহত্তম দল হিসেবে বিজেপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ভগত সিং কোশারী। বিজেপি সেই আমন্ত্রণে সাড়া না দিলে শিবসেনাকে আমন্ত্রণ জানান তিনি। প্রাথমিক ভাবে সরকার গঠনে আগ্রহী বলে জানিয়েছিল শিবসেনা নেতৃত্ব।
তবে সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না করায় এবার তৃতীয় বৃহত্তম দল এনসিপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শরদ পাওয়ারের পৌরহিত্যে এনসিপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই জোটের তরফে সরকার গঠন করা হবে বলে জানা গেছে। রাজ্যপালের পক্ষ থেকে এনসিপিকে আগামীকাল রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।
সূত্রের খবর, এদিন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন। সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন প্রমাণ করতে দুদিন সময় চান তারা। রাজ্যপাল তাদের সেই দাবি খারিজ করে দিলে তড়িঘড়ি বৈঠকে বসেন এনসিপি নেতৃত্ব। এর ফলে মহারাষ্ট্রে সরকার গঠনে নাটকীয়তা বাড়তে থাকে।