ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

স্বামী স্ত্রী এবং পিতা পুত্রের মধ্যে নগদ লেনদেনের উপর আয়করের নিয়ম কি, জেনে নিন বিস্তারিত নিয়মগুলি

আয়কর দপ্তর আমাদের প্রতিটি লেনদেনের উপরে কিন্তু নজর রাখে

Advertisement

আপনারা যদি পিতা এবং পুত্রের মধ্যে অথবা স্বামী এবং স্ত্রীর মধ্যে অর্থ লেনদেন করেন তাহলে এই খবরটা আপনার জন্য বেশ প্রয়োজনীয়। আমাদের প্রতিটি লেনদেনের উপরে কিন্তু আয়কর দপ্তরের নজর থাকে। এরকম অবস্থায় অনেকেই মনে করেন, ক্যাশ টাকা দিয়ে লেনদেন করবেন। কিন্তু নগদ লেনদেনের ক্ষেত্রে কি আয়কর দপ্তর বিজ্ঞপ্তি চাইতে পারে? আপনি কি পরিবারের মধ্যে নগদ লেনদেন করতে পারেন? আপনি নগদ লেনদেন করেন তাহলে কত টাকা পর্যন্ত নগদ লেনদেন করতে পারেন, চলুন আজকে তাহলে সেটাই জেনে নেওয়া যাক।

কর বিশেষজ্ঞদের মতে, গৃহস্থালির সমস্ত খরচ বাদ দিলে প্রতি মাসে উপহার হিসেবে যদি টাকা দেওয়া হয় তাহলে স্ত্রীর কোন আয়করের দায় থাকবে না। পুরো টাকার পরিমাণ স্বামীর আয় হিসেবে বিবেচিত হবে। স্ত্রী কিন্তু আয়কর বিভাগ থেকে এই টাকার জন্য কোন নোটিশ পাবেন না। কিন্তু স্ত্রী যদি এই টাকা বিনিয়োগ করে ফেলেন এবং তা থেকে আয় করেন তাহলে কিন্তু তাকে আয়ের উপরে কর দিতে হবে। সেক্ষেত্রে তিনি কিন্তু নোটিশ পাবেন। আয়করের ধারা ২৬৯ এর অধীনে ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা হতেও পারে। অনেক ক্ষেত্রে। তবে হ্যাঁ এই নিয়মে অনেক শিথিলতা রয়েছে।

আপনি যদি পিতা পুত্র স্বামী-স্ত্রী এবং কিছু নিকট আত্মীয় এর মধ্যে লেনদেন করেন তাহলে কিন্তু কোন জরিমানা হওয়ার কথা নয়। এসব ক্ষেত্রে করের উপরে অব্যাহতি রয়েছে। সহজ কথায় বলতে গেলে স্ত্রী আয়কর বিভাগ থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে কোন নোটিশ পাবেন না। কিন্তু স্ত্রী যদি এই টাকা বিনিয়োগ করেন তাহলেই তিনি নোটিশ পাবেন।

Related Articles

Back to top button