Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত তৃণমূলের সমর্থক, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

মালবিকা বিশ্বাস : ঘোলা এলাকার পূর্বপল্লীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা। এই ঘটনায় আহত হয়েছেন তৃনমূল সমর্থকরা। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপিকর্মী। সোমবার রাতে ঘোলা এলাকার পূর্ব…

Avatar

মালবিকা বিশ্বাস : ঘোলা এলাকার পূর্বপল্লীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা। এই ঘটনায় আহত হয়েছেন তৃনমূল সমর্থকরা। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপিকর্মী।

সোমবার রাতে ঘোলা এলাকার পূর্ব পল্লীতে বিজেপির সভা চলাকালীন বিজেপি দের অভিযোগ, সভায় আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। এরপর বিজেপি সমর্থক রা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে। অবরোধ আটকাতে গেলে পুলিশকেও বাধা দেওয়া হয়। সেখানেও হামলা করে তৃণমূলের সর্মথকরা এমনটাই অভিযোগ বিজেপির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাস্থলে সংঘর্ষ বাধে দুই দলের। এলোপাথাড়ি গুলিও চালানো হয় বলে অভিযোগ। বহুক্ষণ এর চেষ্টায় পুলিশ বাহিনী দুই পক্ষের সংঘর্ষকে থামায়। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ তাদের একজন কর্মী গুলিবিদ্ধও হয়েছে।

ইতিমধ্যেই সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের দায় তৃণমূল ও বিজেপি কেউই মেনে নেয়নি। তবে তদন্তকারীরা জানান বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

About Author