ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই হতে চলেছে নির্বাচনের আগের শেষ বাজেট অধিবেশন। আর তাতে ভারত সরকার সোনার আমদানি শুল্ক বাড়াবে বলে মনে করা হচ্ছে। এর ফলে সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বর্ণ ও রূপার পাশাপাশি মূল্যবান ধাতব মুদ্রার আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আপনাদের জানিয়ে রাখি, গত ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সোনার আমদানি শুল্ক ১২.৫০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এছাড়াও, সোনার গয়নার উপাদান হিসেবে ব্যবহৃত সোনার বার, স্ক্রু, হুক, কয়েন ইত্যাদির আমদানি শুল্কও বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সোনার দাম বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ, সোনার দাম নির্ধারণে আমদানি শুল্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স প্রায় ১,৮০০ মার্কিন ডলার। ভারতে সোনার দাম আন্তর্জাতিক বাজারের দামের পাশাপাশি আমদানি শুল্কের উপরও নির্ভর করে।সরকারের এই সিদ্ধান্তের ফলে সোনার দাম দেশে প্রতি ১০ গ্রামে প্রায় ১০০০ টাকা বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞরা ধারণা করছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে সোনার গয়না কেনার আগ্রহ কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।