রেশন কার্ডধারীদের জন্য সুখবর, ফেব্রুয়ারিতে গম ও চালের সঙ্গে এই জিনিস বিনামূল্যে পাওয়া যাবে
ভারত সরকারের তরফ থেকে রেশন কার্ড ধারীদের জন্য একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে
ভারতের গরীব মানুষদের জন্য চালু হওয়া কেন্দ্রীয় সরকার পরিচালিত শ্রী অন্ন যোজনা অধীনে আরো একটি উপহার পেতে চলেছেন সাধারণ মানুষ। ভারত সরকার ফেব্রুয়ারি থেকে এই উপহার দিতে চলেছে গরিব মানুষদের। বিভাগীয় সূত্রের খবর ফেব্রুয়ারি থেকে পাওয়া গম এবং চালের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবারে আরও একটি জিনিস একেবারে বিনামূল্যে দিতে চলেছেন তাদের। যারা বিনামূল্য রেশন নিচ্ছেন তারা এতে অনেক উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গম এবং চালের সাথে বিভিন্ন মোটা শস্য প্রদান করে থাকে। কোন কার্ড ধারীকে কি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে এবার সেটাও ঠিক করে দিয়েছে রেশন কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে এই অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার দরিদ্রদের মধ্যে গম এবং চালের সাথে সাথেই মোটা শস্য হিসেবে বাজরা বিতরণ করতে চলেছে। সরকারি রেশন দোকানে গম এবং চালের সঙ্গে এই বাজরা পাওয়া যাবে। ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম আগে পেতেন সাধারণ মানুষরা।। তবে এবারে তার জায়গায় নয় কেজি গম এবং ৫ কেজি বাজরা দেওয়া হবে। প্রতি ইউনিটে চাল একি থাকবে।
গম এবং চালের সাথেই দরিদ্রদের মোটা শস্য সরবরাহ করা ভারত সরকারের একটা বড় সিদ্ধান্ত। এই নতুন ব্যবস্থায় কার্ড ধারীদের গমের পরিমাণ কমিয়ে সেই জায়গাতে বাজরা দেওয়া হবে। তবে কিছু কিছু জায়গায় চালের পরিমাণ কমিয়েও বাজরা দেওয়া হতে পারে। আসলে শস্যের খাদ্য তালিকায় মোটা দানা শস্যের উপরে এই মুহূর্তে জোর দিচ্ছে ভারত সরকার। এর জন্য সরকার বিভিন্ন স্থানে সরকারি কর্মসূচি আয়োজন করতে চলেছে এবং মোটা শস্যের উপকারিতা সম্পর্কে মানুষদের জানাতে চলেছে। ফলে সব মিলিয়ে বিষয়টা এখন ভারতের সাধারণ মানুষের জন্য বেশ ভালো হতে চলেছে। রেশন কার্ড ধারীরা মোটা শষ্যের মধ্যে বাজরা পেতে চলেছেন এখন। তবে পরবর্তীতে অন্যান্য শস্য দেওয়া হতে পারে বলে জানিয়েছেন রেশন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা