নিউজরাজ্য

বুলবুলের আঘাতে রাজ্যজুড়ে ক্ষতি প্রায় কয়েক হাজার কোটি টাকা

Advertisement

গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় তান্ডব চালায় ঘূর্ণিঝড় বুলবুল। মৃত্যু হয় ১৪ জনের। ক্ষয়ক্ষতি হয় প্রচুর। ঘূর্ণিঝড় বুলবুলে বিধ্বস্ত বাংলা। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক দের মতে বুলবুলে রাজ্যের ক্ষতির আশঙ্কা ১৫০০০ থেকে ১৯০০০ কোটি টাকা হতে পারে। কোন এলাকায় কত ক্ষতি হয়েছে তার একটি হিসেব দিতে বলা হয়েছে সরকারের তরফ থেকে।

সরকারের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতির পরিমাণ ১৫০০০ থেকে ১৯০০০ টাকা। এখনো দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের রিপোর্ট পাওয়া বাকি আছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

রাজ্য সরকারের তরফ থেকে সেচ, বন, কৃষি, শক্তি, জনস্বাস্থ্য ও পঞ্চায়েত-সহ ১৪টি দফতরকে বুলবুলে কোথায় কত ক্ষতি হয়েছে তার একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। এই রিপোর্ট বুধবারের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবারই একটি প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বুলবুলে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট জমা দেবেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই তিনি এই পরিদর্শনে যাচ্ছেন। ফিরে গিয়ে প্রধানমন্ত্রীকে তিনি রিপোর্ট পাঠাবেন। এদিকে বুধবারই বুলবুল বিধ্বস্ত বসিরহাটের একাধিক অঞ্চল হেলিকপ্টারে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button