ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে TATA লঞ্চ করতে চলেছে আরো কয়েকটি নতুন গাড়ি, দাম দেখলে আপনিও চমকে যাবেন

এই গাড়িতে আপনারা সিএনজি এবং ইলেকট্রিক বিকল্প পেয়ে যাবেন

Advertisement

টাটা মোটরস এখনকার দিনে ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ির কোম্পানি হয়ে উঠেছে। আগামী কয়েক বছরে অটো জগতে টাটা মোটরস ভারতের সবথেকে বড় কোম্পানি হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে এই কোম্পানিটি তাদের পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন এমন কিছু বৈশিষ্ট্য যা হয়তো টাটার অন্যান্য গাড়িতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এছাড়াও আরো কয়েকটি নতুন গাড়ি লঞ্চ করবে টাটা।

১. TIGOR

টাটা মোটরস আগামী সপ্তাহে তাদের নতুন টিগর এবং টিগর সিএনজি লঞ্চ করতে চলেছে। দুটি হতে চলেছে অটোমেটিক গিয়ার বক্সসহ দেশের প্রথম সিএনজি গাড়ি। এই গাড়ির মডেল দুটি বর্তমানে ২১ হাজার টাকা দিয়ে আপনি বুক করতে পারছেন। এই গাড়িটি আপনারা বিভিন্ন ধরনের ভেরিয়েন্টে পাবেন।

২. নেক্সন ICNG

TIAGO ও TIGOR CNG ছাড়াও কোম্পানি এই মুহূর্তে নেক্সন আই সিএনজি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই গাড়ির সাথে টাটা মোটরস তাদের লাইন আপ আরো বৃদ্ধি করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ এ এই গাড়িটি প্রথমবার লঞ্চ করা হয়েছিল। এই গাড়িতে ১.২ লিটার থ্রি সিলিন্ডার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে।

৩. CURVV LINEUP

CURVV কোম্পানিটি এই মুহূর্তে তাদের নতুন লাইন আপ এর উপরে কাজ করতে শুরু করেছে। এই গাড়িটিকে ২০২৪ সালের মবিলিটি গ্লোবাল এক্সপোতে লঞ্চ করা হয়েছিল। মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে এই গাড়িটি মার্কেটে লঞ্চ হবে।

৪. ALTOZ RACER

ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ এ আরো একটি নতুন ALTOZ RACER লঞ্চ হয়েছে। এই গাড়িতে একেবারে আধুনিক গ্রিল ডিজাইন আপনি দেখতে পাবেন। এই স্পোর্টি ডিজাইন আপনারা হয়তো এত সস্তায় অন্য কোন গাড়িতে দেখতে পান না।

Related Articles

Back to top button