মালদহের ভাবুক পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। পঞ্চায়েত সদস্যের অনেকেই যোগদান করছেন তৃণমূলে। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, যে বিজেপি দলে থেকে কোনরকম ভাবে উন্নয়নমূলক কাজ করা যাচ্ছিল না। তবে এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, পঞ্চায়েতের দল পেয়েছে তৃণমূল, ভয় দেখিয়ে।তবে তৃণমূল অবশ্য এ কথা মানতে রাজি হয়নি।
কয়েকদিন আগেই কোচবিহারের নিশিগঞ্জ পঞ্চায়েত চলে গেছে তৃণমূলের দখলে। পুরসভা থেকে পঞ্চায়েত সবই কৌশলে কুক্ষিগত করছে তৃণমূল।