সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখা যাবে, না হলে বাড়িতে আসবে আয়কর দপ্তরের নোটিশ
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি জমা করলে তা ব্যাঙ্ককে জানাতে হয়
ডিজিটাল জামানার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রায় সকলেরই জন্য অপরিহার্য। বেতন, মজুরি থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা – সবকিছুই এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। অনেক ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু বেশিরভাগ মানুষের কাছে আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে অনেকের মনের মধ্যেই একটি প্রশ্ন থাকে যে আপনি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ কত টাকা রাখতে পারবেন? কত টাকার বেশি থাকলে আয়কর দপ্তর আপনার বাড়িতে হানা দিতে পারে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সকলের প্রশ্নের উত্তর হল আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে, আয়করের আওতায় আসার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) অনুসারে, এক আর্থিক বছরে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি জমা করলে তা ব্যাঙ্ককে জানাতে হয়। এই নিয়ম FD, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি সেভিংস অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের উপরেও কর দিতে হয়।
আপনাদের জানিয়ে রাখি, আয়কর আইনের 80TTA ধারা অনুসারে, এক আর্থিক বছরে সঞ্চয় অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পর্যন্ত সুদের উপর কোনো কর ধার্য করা হয় না। এর বেশি হলে কর দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা ৫০,০০০ টাকা। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো ২.৭০% থেকে ৪% পর্যন্ত সুদ দিচ্ছে। ১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সে ২.৭০% এবং তার বেশি হলে ৩% সুদ পাওয়া যায়। কিছু ছোট ফাইন্যান্স ব্যাংক ৭% পর্যন্ত সুদ দিচ্ছে, তবে সেইক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়।