অরূপ মাহাত: আবরণ উন্মোচনের আগেই ভেঙে ফেলা হলো বিবেকানন্দের মূর্তি, লেপে দেওয়া হলো কালি। বিজেপি ও আরএসএস-কে উদ্দেশ্য করে মূর্তির গায়ে লেখা হলো নানা অশ্লীল শব্দ। ঘটনার জেরে মূর্তিটিকে কাপড়ে ঢেকে রেখেছেন কর্তৃপক্ষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও জানা যায়নি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে সভাপতি ঐশী ঘোষ জানান, ‘মূর্তি ভাঙার ঘটনা সমর্থনযোগ্য নয়। ছাত্রছাত্রীদের কেউ এর সাথে যুক্ত নয় বলেই মনে করি।’ তবে সিসিটিভি দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, ‘ছাত্র আন্দোলনকে ভুল পথে চালিত করতে কেউ এই কাজ করে থাকতে পারে।’
প্রসঙ্গত, হোস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ-তে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল কয়েকদিন ধরে। গতকালই ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছেছিল। আর আজ প্রশাসনিক ভবনের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর মূর্তির উল্টোদিকে থাকা বিবেকানন্দের মূর্তি ভাঙার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও ফেলে দেওয়া যায় না। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্ত করা হবে। ছাত্রছাত্রীদের কেউ যুক্ত থাকলে তাকে বহিষ্কার করা হতে পারে।’