গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। আর এই সুবিধা দেওয়ার জন্য অনেক নতুন নিয়ম নিয়ে আসে ভারতীয় রেলওয়ে। যেমন বর্তমানে রাতের ট্রেনের জন্য স্লিপার ও এসি কোচের নিয়ম সংক্রান্ত কিছু পরিবর্তন করেছে ভারতীয় রেল।
আগের তুলনায় এখন ট্রেনে ঘুমানোর সময়ের পরিবর্তন করা হয়েছে। এর আগে রাতের যাত্রায় যাত্রীরা সর্বোচ্চ ৯ ঘণ্টা ঘুমাতে পারতেন। কিন্তু এখন এই সময় কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। এর আগে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীদের এসি কোচ ও স্লিপারে ঘুমাতে দেওয়া হতো। কিন্তু রেলের নিয়ম অনুযায়ী এখন আপনি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমাতে পারবেন। তবে এই ঘুমানোর সময়ে বেশ কয়েকটি নিয়ম মানতে হয়, নাহলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।
নিয়মগুলির মধ্যে অন্যতম হল, রাত ১০ টার পর নাইট লাইট ছাড়া অন্য আলো জ্বালিয়ে রাখা যাবে না। কেউ রাতের বেলায় ফোনে উচ্চস্বরে কথা বলতে বা গান শুনতে পারবেন না। এমনকি আপনাকে গান শুনতে ইয়ারফোন ব্যাবহার করতে হবে। রাত ১০ টা থেকে সকাল ৬ টা অব্দি মিডল বার্থের যাত্রী নিচে বসতে পারবেন না। এছাড়াও ট্রেনের বগিগুলিতে ধূমপান, মদ্যপান এবং কোনও দাহ্য বস্তু বহন করা অনুমোদিত নয়। এই সমস্ত নিয়ম না মানলে বড় জরিমানা, এমনকি জেলও হতে পারে যাত্রীর।