কলকাতানিউজ

বন্ধ থাকতে চলেছে বিজন সেতু, তিনদিন ধরে চলবে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা

Advertisement

কলকাতা : টালা ব্রিজের পর এবার বন্ধ থাকতে চলেছে বিজন সেতু। ব্রিজের অবস্থা পরীক্ষা নিরীক্ষার জন্য তিনদিন বন্ধ থাকতে পারে এই সেতু। কেএমডিএ আগামী সপ্তাহে ব্রিজ বন্ধ রাখার জন্য কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দিয়েছে।

তবে আগামী সপ্তাহে কোন তিনদিন বিজন সেতু বন্ধ থাকবে সেই ব্যাপারে নির্দিষ্ট ভাবে কলকাতা পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নি। খবর সূত্রে জানা যায় যে, কেএমডিএ আগামী ২২ শে নভেম্বর থেকে ব্রিজ বন্ধ রাখার জন্য কলকাতা পুলিশের কাছে প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবে সম্মতি দিলে আগামী ২২ – ২৪ শে নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহে শুক্র, শনি, এবং রবি এই তিনদিন বন্ধ থাকবে বিজন সেতু।

মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার পর থেকে শুরু হয়েছে শোরগোল। সেতুগুলিতে যাতায়াত করা জনগণের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। যার জেরে সম্প্রতি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। আর এই পরীক্ষার ফলে চলতি বছরেই বহু ব্রিজের বেহাল দশার খবর প্রকাশ্যে উঠে এসেছে।

বিগত মাসে টালা ব্রিজের বেহাল অবস্থার খবর জনসমক্ষে এলে সম্পূর্নভাবে ব্রিজ ভেঙে পুনরায় নতুন ভাবে ব্রিজ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া দুর্বল সেতু গুলিতে যাতে ভারী যানবাহন চলাচল না করে সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া চিংড়িহাটা এবং উল্টোডাঙা প্রভৃতি উড়ালপুল গুলিতে গাড়ির গতিবেগ নির্দিষ্ট করা হয়েছে।

Related Articles

Back to top button