দেশনিউজ

দূরপাল্লার ট্রেনগুলিতে বাড়ছে খাবারের দাম

Advertisement

বর্তমান সময়ে ভারতীয় অর্থনীতি তিরের গতিতে নীচের দিকে নামছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারন ভারতবাসীদের। এবার রেল চায়ের দাম একলাফে বাড়ল পাঁচ টাকা। তার সাথে আরো অন্যান্য খাবারগুলোরও দাম বাড়ছে এমন ইঙ্গিত দিয়েছে রেলমন্ত্রক।

রেলওয়ে বোর্ডের ট্যুরিজম ও ক্যাটারিং বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলের সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে এমনকি চায়েরও। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে পরিবেশিত পানীয় জলের দাম বাড়ছে। সংশোধিত মূল্য তালিকা হিসেবে রাজধানী, শতাব্দী, ও দুরন্ত এক্সপ্রেসে স্লিপার ক্লাসে এক কাপ চায়ের দাম বেড়ে ১৫ টাকা হয়েছে। বাতানুকূল দ্বিতীয় শ্রেনীর যাত্রীদের এক কাপ চায়ের জন্য খরচ করতে হবে ২০ টাকা।

এছাড়াও দাম বাড়ছে দুপুরের ও রাতের খাবারেরও। দুপুর ও রাতের খাবারেরও জন্য খরচ করতে হবে ১২০ টাকা। আগের মিলের দাম ছিল ৮০ টাকা অর্থাৎ নতুন বিলে ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। চা ও স্ন্যাক্স যার দাম আগে ছিল ২০ টাকা এখন তার দাম ৫০ টাকা হয়ে দাঁড়িয়েছে।

এগুলি ছাড়াও নিরামিষ খাওয়ার ৮০ টাকা, ডিমভাত ৯০ ও চিকেন বিরিয়ানি পাওয়া যাবে ১১০ টাকা। এগুলি বাদেও ১৩০টাকায় পাবেন চিকেন মিল। এই নতুন বিজ্ঞপ্তিতে মোটেও খুশি নন সাধারন যাত্রীরা তাদের দাবি কোনো খাওয়ারের দাম একলাফে এতটা বাড়তে পারে কিভাবে?

আগামী পনেরো দিনের মধ্যে টিকিটের সাথে সংশোধিত খাদ্যমুল্যের টাকা যোগ করা হবে। তবে ১২০ দিন লাগবে নতুন মূল্য কার্যকর হতে।

Related Articles

Back to top button