রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে চাল, ডাল, গমের মূল্যবৃদ্ধির কথা। তবে এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এসেছে কেন্দ্রের মোদী সরকার। আসলে এবার গোটা দেশে বিক্রি শুরু হবে কম দামের ‘ভারত চাল‘। কত টাকায় পাওয়া যাবে ও কোথায় পাওয়া যাবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনি কেন্দ্র সরকারের এই ‘ভারত চাল‘ মাত্র ২৯ টাকা কেজি দরে কিনতে পারবেন। ভর্তুকিযুক্ত এই চাল ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে। সরকার এফসিআই-এর মাধ্যমে চাল খুচরা বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে, আপনি NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে ভারত চাল কিনতে পারেন। এখন আপনি সরকারের বিভিন্ন মোবাইল ভ্যান বা ফিজিক্যাল আউটলেট থেকে ভারত চাল কিনতে পারবেন। পরবর্তীতে এটি অন্যান্য খুচরা দোকান এবং ই-কমার্স প্ল্যাটফর্মেও বিক্রি করা হবে।
জানা গিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) NAFED এবং NCCF কে ৫ লক্ষ টন ভারত চাল সরবরাহ করবে। চাল ছাড়াও এখানে কম মূল্যে ডাল, আটা, পিঁয়াজ ইত্যাদি পাওয়া যাবে। ভারত আটা কেন্দ্রীয় সরকার ৬ নভেম্বর ২০২৩-এ চালু করেছিল। যেখানে দেশে আটার গড় দাম প্রতি কেজি ৩৫ টাকা, যেখানে আপনি ২৭.৫০ টাকায় এই ভারত আটা কিনতে পারবেন।