শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে চমকে দেওয়া ভবিষ্যতবাণী বাংলার নস্ত্রাদামুস প্রীতমের
শ্রীলঙ্কা : ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ ফ্রান্স এর বিশ্বকাপ জয় থেকে ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড এর বিশ্বকাপ জয় সবকিছুই মিলে গিয়েছিল ছবির মত। তবু বিতর্ক তাকে নিয়ে কম হইনি। নাম প্রীতম দাস, বায়োটেকনোলজির ছাত্র প্রীতম এর বরাবরের সখ ছিল অদ্ভুত বিষয় নিয়ে চর্চা করার। সেই চর্চা থেকে কোনদিন সে শিরোনামে আসবে তা কেউ ভাবতে পারেনি। প্রীতম খেলার জগতে হিট হলেও রাজনীতির জগতে ভবিষ্যতবাণী যাত্রা অতটা ভালো হয়নী। আর সেখানেই যত বিতর্ক। আজ আবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন।
এবারের প্রধান দুই প্রার্থী গোটাবায়া রাজাপক্ষ এবং সাজিত প্রেমাদাসা দুজনকে নিয়ে ইতিমধ্যে শ্রীলঙ্কায় অনেক রাজনৈতিক জল্পনা চলছে। কে হবে আবার লঙ্কার প্রেসিডেন্ট ? ঠিক সেই মুহূর্তে প্রীতম দাসের ভবিষ্যতবাণী ইঙ্গিত করছে সাজিদ প্রেমাদাসা দিকে। প্রীতম এর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে প্রীতম বলে , প্রেডিকশন হচ্ছে প্রগ্নসিস মেথড। আমি এটুকু বলতে পারি সজিত প্রেমাদাসার প্রেসিডেন্ট নির্বাচন জেতার সম্ভাবনা বেশি ! আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রীতম এর প্রেডিকশন পূর্বে করা খেলার জগৎ এর মত হিট হয় কিনা সেটা সময়ই বলবে।
তবে প্রীতম এর এই যাত্রা সহজ ছিলনা। বহু কটূক্তি, তাচ্ছিল্য তাকে সহ্য করতে হইছে। প্রীতম জানায় যে , আমি এটা সখে করি। যখনই কোনো প্রেডিকশন বিফলে গেছে তার কারণ জানার আমি সর্বদা চেষ্টা করেছি ও যাতে আগে সেই ভুলের পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করেছি। আগে দেখা যাক কি হয়! প্রীতম এর মত আমাদেরও চোখ থাকবে এবার শ্রীলঙ্কার নির্বাচনের উপর !