ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fixed Deposit নাকি Gold Bond, কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি টাকা পাওয়া যাবে? জানুন সহজ হিসাব

এখনকার দিনে গোল্ড বন্ড বিনিয়োগের একটা ভালো মাধ্যম হয়ে উঠেছে

Advertisement

ভারতের সবাই যেকোনো ভালো প্রকল্পে বিনিয়োগ করে প্রচুর লাভের সুযোগ খুঁজতে চান। এ কারণে আজকালকার দিনে ভারতে, বিভিন্ন বিনিয়োগের মাধ্যম তৈরি হয়েছে যার মাধ্যমে প্রতিদিন প্রচুর টাকা বিনিয়োগ করা যাচ্ছে। আজকে আমরা সেরকমই কয়েকটি বিনিয়োগের মাধ্যমে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, যেখানে বিনিয়োগ করে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন প্রতি মাসে।

ফিক্স ডিপোজিট

ফিক্স ডিপোজিট হলো এমন একটি বিনিয়োগের জায়গা যেখানে বিনিয়োগ করলে আপনারা নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। আপনার হাতে যদি এই মুহূর্তে একটা মোটা টাকা থাকে তাহলে সেটাকে আপনি ফিক্স ডিপোজিটে বিনিয়োগ করে খুব সহজে ভালো রোজগার করতে পারবেন। যেকোনো ব্যাংক আর্থিক সংস্থান এবং নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কর্পোরেশনে আপনি এই বিনিয়োগ করতে পারেন। ফিক্স ডিপোজিট থেকে প্রতি বছরে ৭.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার প্রতি মাসে আয় ভালোই হবে। তবে এর জন্য কিন্তু আপনাকে ভালো ফিক্স ডিপোজিটে ভালো টাকা বিনিয়োগ করতে হবে।

গোল্ড বন্ড
ভারত এই মুহূর্তে সোনার সবথেকে বড় মার্কেটগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। কারণে ভারতে সার্বভৌম গোল্ড বন্ড বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। বহু ভারতীয় প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা এই গোল্ড বন্ডে বিনিয়োগ করেন। বিনিয়োগে যারা খুব একটা বেশি ঝুঁকি দিতে চান না কিন্তু রিটার্ন বেশি চান, তাদের জন্য এই গোল্ড বন্ড খুবই ভালো একটা বিনিয়োগের জায়গা। সরকার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করেছে ৬,২৬৩ টাকা। SGB ২০২৩-২৪ সিরিজ IV এর ইস্যু মূল্য ৬,২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি অনলাইন পেমেন্ট করে ৫০ টাকা বাঁচাতে পারবেন। অনলাইন পেমেন্ট করার সময় ইস্যু মূল্য হবে ৬,২১৩ টাকা। এই দামে আপনি ১ গ্রাম সোনা কিনতে পারবেন।

এত সুদ সার্বভৌম গোল্ড বন্ডে পাওয়া যাবে

সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের মোট পরিপক্কতা ৮ বছর। আপনি ৫ তম বছরে এটি থেকে বেরিয়ে আসতে পারেন। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা ২.৫০ শতাংশ সুদ পান। এর পেমেন্ট প্রতি ৬ মাস অন্তর করা হয়। SGB ঋণের জন্য জামানত হিসাবেও ব্যবহার যেতে পারে। SGB-এর সুদ আয়কর আইন ১৯৬১ এর ৪৩ এর অধীনে করযোগ্য। ২০১৫ সালে সার্বভৌম গোল্ড বন্ড স্কিম শুরু হয়েছিল। যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক থেকেও এই স্কিম কেনা যাবে।

Related Articles

Back to top button