গরিবদের বাজেটে ফিট আসবে ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোন, পাবেন ফাইভ জি সাপোর্টের সাথে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ভিভো কোম্পানির এই স্মার্টফোনটি ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করবে
ভিভো কোম্পানিটি ভারতে তাদের কাস্টমার বেস আরো বৃদ্ধি করার জন্য এবারে নিয়ে এসেছে একটি দুর্দান্ত ফাইভজি স্মার্টফোন। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৪৮০০ মিলি এম্পিয়ার ব্যাটারী, তার সাথেই থাকবে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসারে এই স্মার্টফোন চলবে। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে দুটি দুর্দান্ত কালার অপশন। ১২gb ৱ্যাম স্মার্টফোনে আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই স্মার্ট ফোনে পেয়ে যাবেন দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ব্যাপারে সবকিছু।
ভিভো কোম্পানির এই স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে vivo v26 pro। স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই দুর্দান্ত স্ক্রিন আপনাকে ভালো কালার প্রদান করতে পারে। ৩৯৩ পিক্সেল ডেনসিটি রয়েছে এই স্মার্টফোনে। ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। রিয়ার ক্যামেরা ছাড়াও এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা খুবই সুন্দর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২gb ram। স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দেওয়া হতে চলেছে। আপনারা পেয়ে যাবেন android 12 সাপোর্ট। সঙ্গেই ৪৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী দেওয়া হচ্ছে এই স্মার্টফোনে। এই স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার আপনি পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি মূলত দুটি রং এর বিকল্পে আপনারা পাবেন। প্রথমটি হলো সোনালী এবং দ্বিতীয় টি হল কাল। এখনো পর্যন্ত এই স্মার্টফোনের দামের ব্যাপারে সমস্ত তথ্য পাওয়া যায়নি। তবে মোটামুটি ৪৩ হাজার টাকার রেঞ্জে এই স্মার্ট ফোন পাওয়া যেতে পারে।