ই-শ্রম স্কিম কি? জেনে নিন কারা সুবিধা পাবেন এবং কিভাবে নিবন্ধন করতে হবে আপনাকে
আপনি যদি একজন শ্রমজীবী মানুষ হন তাহলে আপনার জন্য এই প্রকল্পটি ভালো
আপনার কাছে যদি কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড থাকে তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নাগরিকরা বেশকিছু সুবিধা পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পে একদিকে আপনি যেমন বীমার সুবিধা পাচ্ছেন তেমনি অন্যদিকে আপনি অনেক সরকারি প্রকল্পের সুবিধাও পেয়ে যাচ্ছেন। ২০২০ সালে মোদি সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত লোকেদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য এই যোজনা শুরু করেছিল। কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা এই প্রকল্পটি ব্যাপক সাড়া পেয়েছে ইতিমধ্যেই। দেশে এখনো পর্যন্ত ২৯ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৯৩৩ টি শ্রম কার্ড তৈরি হয়েছে। চলুন আপনাদের জানিয়ে দিই এই নতুন প্রকল্পের সুবিধা কি কি।
যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত রয়েছেন তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে যাদের বয়স তারাই এই কার্ডের জন্য আবেদন করার যোগ্য। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের মধ্যে রয়েছেন দোকানের কর্মী, হেল্পার, সেলসম্যান, ড্রাইভার, রাখাল, পশু পালক, গোয়ালা, চাষী, পাংচার মেকার, পেপার হকার, zomato, flipkart এর ডেলিভারি বয় অ্যামাজন ওয়েবসাইটের কর্মী এবং অন্যান্য শ্রমজীবী কর্মচারীরা। এছাড়াও এই তালিকায় ইটভাটা শ্রমিকরাও রয়েছেন।
এই বিশেষ কার্ডের সুবিধা হল, যদি কোন ব্যক্তি এই প্রকল্প সঙ্গে যুক্ত হন তাহলে তিনি দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভারেজ পেয়ে যাবেন। সাথে সাথেই যারা এই কার্ড করেছেন তারা প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন যোজনার সুবিধা গ্রহণ করতে পারবেন।