Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Government Taxes: ১ মার্চ ২০২৪ থেকে প্রবর্তন হবে এই নতুন GST RULES, ছোট ব্যবসায়ীদের করবে প্রভাবিত

কর ফাঁকি রুখতে এবারে ১ মার্চ ২০২৪ থেকে নতুন নিয়ম আনতে চলেছে জিএসটি কর্পোরেশন। পাঁচ মাস থেকে পাঁচ কোটি টাকার বেশি টার্ন ওভারের ব্যবসায়ীরা ই-ইনভয়েস ছাড়া বিল তৈরি করতে পারবেন…

Avatar

কর ফাঁকি রুখতে এবারে ১ মার্চ ২০২৪ থেকে নতুন নিয়ম আনতে চলেছে জিএসটি কর্পোরেশন। পাঁচ মাস থেকে পাঁচ কোটি টাকার বেশি টার্ন ওভারের ব্যবসায়ীরা ই-ইনভয়েস ছাড়া বিল তৈরি করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে জিএসটি কর্পোরেশন। এই জিএসটি নিয়ম অনুসারে ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ৫০ হাজার টাকার বেশি মূল্যের পণ্য স্থানান্তর করার জন্য ই-ওয়ে বিল প্রয়োজন হয়। এতদিন পর্যন্ত এই বিল তৈরি করতে অনেক গাফিলতি করা হতো। কিন্তু এবারে এই নতুন নিয়মে স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবার থেকে নতুন নিয়ম প্রবর্তন করতে চলেছে জিএসটি কর্পোরেশন। আর এই নতুন নিয়ম জারি হয়ে গেলে ই চালান ছাড়া ই ওয়ে বিল তৈরি করা হবে না। কর প্রদানের স্বচ্ছতা আনার জন্যই এই নিয়ম পরিবর্তন করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

জিএসটি কর্পোরেশনের বিভাগীয় কর্মকর্তারা বলেছেন যে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার দেখেছে, অনেক করদাতা ব্যবসায়িক লেনদেনের জন্য ইনভয়েস ছাড়া ওয়ে বিল তৈরি করে দেন। এমতাবস্থায় যা হয় তা হল ব্যবসার ওয়েবিল এবং চালান মিলতে চায় না। বিভাগীয় কর্মকর্তারা বলছেন, এই নিয়ম শুধুমাত্র চালানোর জন্য যোগ্য কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গ্রাহকদের এবং অন্যান্য ধরনের লেনদেনের জন্য এই ওয়েবিল তৈরি করতে চালানোর প্রয়োজন হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ই ওয়ে বিল ব্যবস্থাটি পণ্য চলাচলের গতিকে আরো উন্নত করেছে। এই ওয়েবিল জেনারেশনের সিস্টেমের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন এবং এতে পরিবহনকারীদের সুবিধা বাড়ে। এই ওয়েবিল জেনারেট করতে অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর কোন দরকার নেই। এই ওয়ে বিল জেনারেট করা গেলে কর ফাঁকি এবং অপরাধ ট্রাক করা সম্ভব হবে।

About Author