দেশনিউজ

আসাদউদ্দিন ওয়েইসি ভারতের দ্বিতীয় জাকির নায়েক : বাবুল সুপ্রিয়

Advertisement

অযোধ্যার সমস্যা দিনের পর দিন এক নতুন রূপ ধারন করছে। এবার অযোধ্যা মামলা নিয়ে মুখ খুললেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুলের মতে আসাদউদ্দিন ওয়েইসি ভারতের দ্বিতীয় জাকির নায়েক হয়ে উঠতে চলেছেন। এছাড়াও তিনি ওয়েইসিকে হুমকি দেন, প্রয়োজন হলে ওয়েইসির বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী কেন্দ্র সরকার কড়া ব্যবস্থা নেবে।

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় নিয়ে মোটেও খুশি নয় অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন। প্রথমে চুপ থাকলেও শুক্রবার সুপ্রীম কোর্টের রায়ের সমালোচনা করেন তিনি। তিনি টুইট করে বলেন, মসজিদ ফেরত চাই। তার উত্তরে বাবুল সুপ্রিয় বলেন, এআইএমআইএম এর প্রধান দ্বিতীয় জাকির নায়েক হতে চলেছে। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বারবার সমালোচনা করছেন তিনি, যদিও তাকে চুপ করানোর ক্ষমতা কেন্দ্রের আছে। যা ভবিষ্যতে ওয়েসির ওপর প্রয়োগ হতে পারে।

শুক্রবার সাংবাদিকদের সামনে ওয়েইসি বলেন, আমাদের যুদ্ধ এক টুকরো জমির জন্য নয়। আমরা লড়াই করছি আইনি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ আছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি। সুতরাং আমাদের মসজিদ চাই।

Related Articles

Back to top button