পরিবেশ রক্ষা ও জঞ্জাল থেকে পরিবেশকে বাঁচানোর উদ্যোগে শহরবাসীকে সচেতন করতে রবিবার সকালে পুরকর্মীদের নিয়ে প্রচার অভিযানে নামলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরকর্মীদের নিয়ে এদিন সকালে চেতলা ৮২ নং ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। জঞ্জালমুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে রবিবার সকালে মেয়র ফিরহাদ হাকিম পুরকর্মীদের নিয়ে নিজেই এলাকার জঞ্জাল সাফ করতে লেগে যান।
স্থানীয় বাজারে গিয়ে তিনি ব্যবসায়ীদের সাথেও কথা বলেন। প্লাস্টিক ব্যবহার নিয়ে তাদের সাথে কথাও বলেন। তাদের যত সম্ভব কম প্লাস্টিকের সামগ্রী কম ব্যবহার করতে অনুরোধ করেন মেয়র। জঞ্জাল পরিষ্কার করার জন্য ব্যবসায়ীদের থেকে ক্যারি ব্যাগও চেয়ে নেন মেয়র। বাজার এলাকা পরিষ্কার রাখার আবেদনও করেন তিনি ব্যবসায়ীদের কাছে।
সংবাদমাধ্যমকে মেয়র জানিয়েছেন, ‘মানুষকে সচেতন করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যতক্ষণ না মানুষ নিজের থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে না আসবেন ততক্ষণ পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব নয়। পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হচ্ছে।’ প্লাস্টিকমুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে যে তিনি অবিচল তা এদিন বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।