ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশ

এদিন বাজারে দেখা যাবে 1000 টাকার নতুন নোট! আরবিআই-এর আপডেট জানুন

Advertisement

অবশেষে এলো সেই দিন। অত্যন্ত দ্রুততার সঙ্গে ২০০০ টাকার নোট ফিরিয়ে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। আরবিআই ২০০০ টাকার নোটি প্রত্যাহার করে নিচ্ছে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক ক্লিন নোট পলিসি এনেছে। এবার বাজার থেকে ২০০০ টাকা ফেরত আসবে। অর্থাৎ এবার ২০০০ টাকার নোট বাজারে থাকবে না। এটাই ছিল সবচেয়ে বড় নোট। ২০২৩ সাল যখন শুরু হতে যাচ্ছিল, তখন একটি আলোচনা উঠেছিল, ১০০০ টাকার নোট ফিরে আসছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর শোরগোল হয়েছিল এবং তারপরে সরকারকে প্রতিক্রিয়া জানাতে হয়েছিল।

পিআইবি একটি ফ্যাক্ট চেকে গোটা বিষয়টিকে ভুয়ো বলে ঘোষণা করে। কিন্তু, সেই দাবির মধ্যে একটি সত্যতা ছিল, যা ২০০০ টাকার নোট সম্পর্কিত। বলা হয়েছিল, ২০০০ টাকার নোট ব্যাঙ্কগুলিকে ফেরত দেওয়া হবে। আর ১৯ মে-র এই রাতটি স্মরণীয় হয়ে থাকবে কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অবশেষে ব্যাঙ্কে নোট জমা দেওয়ার কথা ঘোষণা করে। এখন আবার প্রশ্ন হল ১০০০ টাকার নোট ফিরবে কিনা। এটি সম্ভব হতে পারে বা নাও হতে পারে। প্রকৃতপক্ষে, অন্যান্য রাষ্ট্র এবং দেশের সাথে বড় লেনদেন এবং বাণিজ্যের জন্য বড় মুদ্রার প্রয়োজন হয়।

আগে ১০০০ টাকার নোট এভাবে কাজ করত। তারপর এল ২০০০ টাকার নোট। এতে বড় লেনদেন সহজ হয়েছে। এখন যখন ২০০০ টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে, তখন ১০০০ টাকার নোট লাগবে বললে ভুল হবে না।

এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক ফের একবার তা আনার কথা ভাবতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর। সরকারের উপদেষ্টারা এ বিষয়ে কী পরামর্শ দেন তা এখনই বলা সম্ভব নয়। ২০২৩ সাল শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০০০ টাকার নতুন নোট আসবে। কিন্তু তা একেবারেই হয়নি। কারণ, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

Related Articles

Back to top button