Today Trending Newsদেশনিউজ

আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট, এবার এই পরিবারগুলো পাবে এই কার্ডের সুবিধা, জানুন শর্ত

আপনাকে যদি আয়ুষ্মান কার্ড করতে হয় তাহলে আপনাকে এই সমস্ত শর্ত মানতে হবে

Advertisement

আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে, ২ মার্চ থেকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমস্ত দোকানে আয়ুষ্মান কার্ড তৈরি করা শুরু হয়েছে। প্রথম দিনে, একদিনে রাজ্যে সর্বাধিক ১০ লক্ষেরও বেশি কার্ড তৈরি হয়েছিল। এরপর থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছেন ১ কোটি ১ লাখ ৩৬ হাজার ১৩ জন। এর মধ্যে ৮২ লাখ ৮৯ হাজার ৪০২ জনের কার্ড অনুমোদন হয়েছে। ১৮ লাখ ৪১ হাজার ৭৬১টি বিচারাধীন এবং বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৯টি আবেদন।

সিওয়ান জেলাটি রয়েছে প্রথমে, পাটনা দ্বিতীয়

স্বাস্থ্য দফতরের নথি অনুসারে, এখন পর্যন্ত আয়ুষ্মান কার্ডের আবেদনের ক্ষেত্রে সিওয়ান প্রথম স্থানে, পাটনা দ্বিতীয় স্থানে এবং মুজাফফরপুর তৃতীয় স্থানে রয়েছে।

এই মানুষদের জন্য তৈরি করা হবে আয়ুষ্মান কার্ড

জানিয়ে রাখি, এখন প্রধানমন্ত্রীর চিঠির পাশাপাশি যাদের রেশন কার্ড আছে তাদের জন্যও আয়ুষ্মান কার্ড তৈরি করতে হবে। এর অধীনে, সুবিধাভোগী পরিবার প্রতি বছর যে কোনো তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেতে পারে।

Related Articles

Back to top button