Samsung ভারতে লঞ্চ করে দিল নতুন A35 ও A55, দুর্দান্ত বৈশিষ্ট্যের সঙ্গে পাওয়া যাবে শক্তিশালী ব্যাটারি
Samsung কোম্পানির এই স্মার্টফোন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে
ভারতের সবথেকে বড় স্মার্ট ফোন কোম্পানিগুলির মধ্যে অন্যতম হলো samsung। এই কোম্পানির প্রতিটি স্মার্টফোন ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। সম্প্রতি তারা ভারতের মার্কেটে লঞ্চ করে দিল তাদের নতুন দুটি স্মার্ট ফোন A35 ও A55। এই দুটি স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ফাইভ জি টেকনোলজি এবং এমন কিছু আধুনিক স্পেসিফিকেশন যা এই মার্কেটে সচরাচর দেখা যায় না। মিড রেঞ্জ সেগমেন্টে এই দুটি স্মার্ট ফোন ব্যাপক জনপ্রিয়তা পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দুটি স্মার্ট ফোনের ব্যাপারে বিস্তারিত।
এই দুটি স্মার্ট ফোনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো দীর্ঘমেয়াদী সফটওয়্যার এবং samsung এর প্রতি মানুষের বিশ্বাস। এই নতুন স্মার্ট ফোন গুলি চারটি প্রধান অ্যান্ড্রয়েড সংস্করণ আপডেট পেতে পারে। ফলে আপনি সর্বশেষ বৈশিষ্ট্য এবং নিরাপত্তা প্যাচ দেখতে পাবেন এই স্মার্টফোনে। উপরন্ত স্যামসাং আপনার ডেটা গোপনীয়তার জন্য অতিরিক্ত অনেক সুবিধা প্রদান করে থাকে। ফলে যেরকম অ্যাপেলের আইফোনে আপনি সিকিউরিটি পেয়ে যান ঠিক সেরকমই সিকিউরিটি আপনি পেয়ে যাবেন স্যামসাংয়ের এই স্মার্টফোনে। সাধারণত মিড রেঞ্জ স্মার্টফোনগুলি, এই ধরনের কোন বৈশিষ্ট্য অফার করে না, কিন্তু samsung এত কম দামের মধ্যে এই বৈশিষ্ট্য গুলি দিয়ে মানুষের মন জয় করতে পেরেছে।
এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে। দুর্দান্ত কালার ডিসপ্লে, আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনের সঙ্গে, যা আপনাদের সিনেমা দেখা থেকে শুরু করে গেমিং বা ওয়েব ব্রাউজ করার সম্পূর্ণ অভিজ্ঞতা খুব ভালো করে দেবে। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন Exynos 1380 প্রসেসর যা চার্জ খুব কম খরচ করবে এবং আপনার দৈনন্দিন কাজকর্ম এবং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে সামলে নিতে পারবে। ফটো ক্যাপচার করার জন্য A35 স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অন্যদিকে A55 স্মার্টফোনে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সিস্টেম। এই স্মার্টফোনে A35 স্মার্টফোনের মত তিনটি ক্যামেরা আপনারা পাবেন এবং এর সাথেই আপনারা পাবেন একটি ১২ মেগাপিক্সেলের অতিরিক্ত সেকেন্ডারি ক্যামেরা। দুটি ফোনেই স্পষ্ট সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই সেলফি ক্যামেরা খুব কম আলোর সাহায্যে ভালো ছবি তুলতে পারে।
এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এই ব্যাটারির সাথে আপনারা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন। এই ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে মাত্র দু’ঘণ্টার মধ্যে আপনার এই স্মার্ট ফোন চার্জ হয়ে যাবে। দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিং এর সংমিশ্রণ রয়েছে এই স্মার্টফোনে। তাহলে চলুন এবারে এই স্মার্টফোনের দামের ব্যাপারে কথা বলা যাক। A35 স্মার্টফোনটির দাম একটু কম থাকবে ভারতের বাজারে। এই স্মার্ট ফোনটি আসবে দুটি কনফিগারেশন এর সাথে। ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হবে ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হবে ৩০,৯৯৯ টাকা। এর পাশাপাশি A55 স্মার্টফোনে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হবে ৩৬,৯৯৯ টাকা ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হবে ৩৯,৯৯৯ টাকা। তবে এর সাথেই কিন্তু, একটি ১২ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মার্কেটে রয়েছে। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৪২,৯৯৯ টাকা।