অরূপ মাহাত: আর তৃণমূল কংগ্রেসের চালিকাশক্তি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জল্পনা উস্কে দিয়ে তৃণমূলের অন্দরে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার খড়গপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা-এর সমর্থনে এক প্রচার সভায় এসে তৃণমূল নেত্রী সম্পর্কে এসে এমনই মন্তব্য করেন তিনি।
এদিন তিনি বলেন, ‘তৃণমূলের সুপ্রিমো হিসেবে এখন আর কাজ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব তুলে নিয়েছেন।’ বিরোধীদের সাথে লড়াইয়ে তৃণমূল নেত্রী টিকতে পারছেন না বলেও আক্রমণ করেন তিনি। এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর প্রতি কটাক্ষ ছুঁড়ে দিয়ে মুকুল রায় বলেন, ‘বিরোধীদের সাথে লড়াইয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের লড়াই এখন প্রশান্ত কিশোরের সঙ্গে।’
প্রসঙ্গত, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ‘সততার প্রতীক’ হিসেবে নিজেকে তুলে ধরে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়েছিলেন। ২০১৬ সালে আর সততার প্রতীক নন উন্নয়নের উপর জোর দিয়ে ভোট বৈতরণী পেরিয়ে ছিল তৃণমূল। তবে দু বারই তৃণমূলের পক্ষ থেকে মানুষের সমর্থন চাওয়া হতো মমতার নাম করে।
আর এবার পিকে-র ছোঁয়ায় বদলে গেছে সব কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাউস ছবি বা নাম ব্যবহার হচ্ছে না কোন কিছুই, তার বদলে স্থানীয় প্রার্থীর পরিচিতিকে কাজে লাগিয়ে ভোট যুদ্ধে জয়লাভ করার কৌশল ঠিক করেছে টিম পিকে।