সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা বিএসএনএল তার গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে সম্প্রতি। তার গ্রাহকদের ধরে রাখতে প্রতিদিন নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে এই সরকারি কোম্পানিটি। এই সরকারি কোম্পানির নেটওয়ার্ক সব থেকে সস্তা এই মুহূর্তে সারা ভারতের মধ্যে। বিএসএনএল রিচার্জ প্ল্যান গুলো খুবই সাশ্রয়কারী। বিএসএনএল এর নেটওয়ার্ক মোটামুটি ভারতের সব জায়গায় পাওয়া যায় এবং যেখানে এই নেটওয়ার্ক পাওয়া যায় সেখানে bsnl-এর প্ল্যান মানুষ ব্যবহার করতে পারেন। জিও এবং এয়ারটেল এর মত প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই মুহূর্তে বিএসএনএল কিছু নতুন অফার চালু করেছে। আজ আমরা আপনাকে জানাতে চলেছি ২০০ টাকার মধ্যে আপনি কিভাবে bsnl এর সবথেকে ভালো প্ল্যান রিচার্জ করতে পারবেন, যেখানে আপনারা একসাথে পেয়ে যাবেন ডাটা আনলিমিটেড কলিং এবং অনেক সুবিধা।
বিএসএনএলের ১৮৪ টাকার প্ল্যান
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি যদি bsnl কোম্পানির এই প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের মেয়াদ এবং প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট। এছাড়াও প্রতিদিন কথা বলার জন্য আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং সুবিধা এবং পেয়ে যাবেন ১০০টি করে এসএমএস করার সুবিধা।
বিএসএনএল ১৮৫ টাকার প্ল্যান
আপনি যদি এই প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা এবং পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট। প্রতিটি নেটওয়ার্কের ফোন করার জন্য পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ফিচার এবং প্রতিদিন পেয়ে যাবেন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। তবে এখানে দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিএসএনএল ১৮৬ টাকার প্ল্যান
এই প্ল্যান গ্রহণ করলে আপনি প্রতিদিন পেয়ে যাবেন ১ জিবি ইন্টারনেট যেখানে কোনরকম দৈনিক সীমা থাকবে না। এছাড়াও যে কোনো নেটওয়ার্ককে ১০০ টি দৈনিক এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে। আপনারা পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা।