ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই স্কিমগুলিতে রয়েছে প্রচুর লাভ, জেনে নিন ১ লক্ষ টাকা বিনিয়োগে কত টাকা পাবেন

পোস্ট অফিস এখন ভারতের সবথেকে বিশ্বস্ত সংস্থা হয়ে উঠেছে

Advertisement

নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে ফিক্স ডিপোজিটকে খুবই ভালো মনে করা হয়। ধরনের বিনিয়োগে কোন রকমে ঝুঁকি থাকে না এবং এমনি তাদের জন্য সবথেকে ভালো প্রকল্প যাদের ঝুঁকি নেওয়ার তেমন কোন ইচ্ছা থাকে না। এফডি সম্পর্কে সব থেকে ভালো জিনিস যেটা হলো যে আপনি আপনার সুবিধা অনুযায়ী সাত দিন থেকে ১০ দিনের মধ্যে মেয়াদ বেছে নিতে পারেন। আপনি যদি পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করার কথা ভাবেন তাহলে আপনাকে কিন্তু nsc বিকল্পটি বেছে নিতে হবে। আপনি ব্যাংক এবং পোস্ট অফিস সব ক্ষেত্রেই স্থায়ী আমানতের বিকল্প পেয়ে যাবেন। তবে এই পোস্ট অফিসে NSC এর বিকল্প অপশন থাকে। বর্তমানে পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এ ৭.৭ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। এর সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর আর্থিক সুবিধা।

আপনি যদি পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি এক বছরের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৬.৯ শতাংশ সুদ, দুই বছরের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৭% সুদ, তিন বছরের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৭.১ শতাংশ সুদ এবং পাঁচ বছরের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৭.৫ শতাংশ সুদ। ফিক্স ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে এক বছরে ১ লাখ টাকা বিনিয়োগের উপরে সুদ রয়েছে ৬.৯ শতাংশ। অর্থাৎ মেয়াদ পূর্তিতে এই টাকা হবে ১ লক্ষ ৭ হাজার ৮১ টাকা। সাত শতাংশ হারে দুই বছরে এই টাকা হয়ে যাবে ১ লক্ষ ১৪ হাজার ৮৮৮ টাকা ।

আপনি যদি পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট এর পরিবর্তে NATIONAL SAVING CERTIFICATE এ বিনিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ৭.৭ শতাংশ সুদ। অর্থাৎ আপনি ৪৪ হাজার ৯০৩ টাকা সুদ পেয়ে যাবেন এক লক্ষ টাকার বিনিয়োগের উপরে। অর্থাৎ মেয়াদ পূর্তির সময়ে আপনি পেয়ে যাবেন ১ লক্ষ ৪৪ হাজার ৯০৩ টাকা। অভিভাবকরাও কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন নিজেদের সন্তানের নামে। একই সময়ে ১০ বছরের বেশি বয়সী শিশু নিজের নামে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন।

Related Articles

Back to top button