টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১৫ মার্চ ২০২৪ এ জারি করা হয়েছে একটি নতুন নিয়ম। এই নতুন নিয়ম আগামী ১ জুলাই ২০২৪ থেকে গোটা দেশে চালু হয়ে যাবে। এই নতুন নিয়ম চালু হয়ে গেলে সাধারণ মানুষের জন্য বিষয়টা হবে অনেকটাই বেশি ভালো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি এই নতুন নিয়ম।
নতুন নিয়ম অনুযায়ী এরপর থেকে ব্যবহারকারীদের সিম কার্ড সোয়াপ করার পর নাম্বার পোর্ট করা যাবে না। Trai এর বক্তব্য অনুযায়ী সিমকার্ডের এই নতুন নিয়ম চালু হয়ে গেলে ক্রমশ বেড়ে চলা এই সমস্ত ফ্রডের ঘটনা একেবারেই কমে যাবে। তাই আপনি যদি আপনার সিম সোয়াপ করিয়ে থাকেন তবে আপনার বিষয়টা নিয়ে খেয়াল রাখতে হবে। নতুন নিয়ম অনুসারে যারা সম্প্রতি তাদের সিম কার্ড সোয়াপ করিয়েছেন তারা তাদের মোবাইল নম্বর পোর্ট করাতে পারবেন না। ব্যবহারকারীরা ৭ দিন পরে আবার এটা করাতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা তাদের ফোন নম্বরটি ৭ দিন পরে আবার অন্য কোম্পানিতে সুইচ করতে পারবেন। জানিয়ে রাখি, সাধারণত সিম কার্ড হারিয়ে গেলে বা সিম কার্ড ভেঙে গেলে সিম কার্ড সোয়াপ করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবহারকারীরা টেলিকম অপারেটরকে তাদের পুরনো সিম দিয়ে নতুন সিম নিতে পারেন।
আপনাদের জানিয়ে রাখি, সাধারণভাবে সিম পরিবর্তন করাকে সিম সোয়াপ বলা হয়ে থাকে। যদি কোন ভাবে সিম কার্ড হারিয়ে যায় অথবা ভেঙে যায় তাহলে এই কাজ করা যেতে পারে। এমন হলে ব্যবহারকারী তার টেলিকম অপারেটরের কাছে পুরনো সিমের বদলে একটি নতুন সিম চালু করার জন্য আবেদন করে থাকে। তবে নতুন নিয়ম চালু হয়ে গেলে এটা আর করা যাবে না।