সাধারণ টেস্ট ম্যাচ খেলা হয় দিনের বেলায় এবং বলের রং থাকে লাল। দিন-রাত্রির টেস্ট ম্যাচের ক্ষেত্রে বলের রঙের যেমন পরিবর্তন হয় তেমনি পরিবর্তন হয় মাঠ ও পিচের চরিত্রের। ভারতের প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচে ইডেন গার্ডেনেও বদলাতে চলেছে পিচের চরিত্র।
দিন-রাত্রি টেস্ট ম্যাচ শুরু হয় দুপুরে এবং শেষ হয় রাত্রি আটটা বা নটার সময়ে। তাই ম্যাচে শিশিরের প্রভাব পড়ে। শিশিরের প্রভাব এড়ানোর জন্য পিচ ও আউটফিল্ডে বাড়তি ঘাস রাখা হয়। পিচে ঘাস রাখা হয় ৫ মিলিমিটার এবং সেটা আউটফিল্ডের ক্ষেত্রে হয় কমপক্ষে ১১ মিলিমিটার। পিচে ঘাস থাকলে পেস অর্থাৎ জোরে বোলাররা বল সুইং করাতে পারে বেশি এবং বাড়তি বাউন্স পায়। সেইজন্য পেস বোলাররা দিন-রাত্রির ম্যাচে বাড়তি সুবিধা পেয়ে থাকে।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১১ বার গোলাপি বলে দিন-রাত্রির টেস্ট ম্যাচ খেলা হয়েছে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই পেসারদের দাপটে ম্যাচ জেতার নমুনা দেখা গেছে। তাই ইডেন গার্ডেনেও পেস বোলার অর্থাৎ ভারতের শামি-ইশান্ত-উমেশরা যে বাড়তি সুবিধা পাবে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএবির অভিজ্ঞ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।