ভারতীয়দের কাছে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বলে যেতে পারে আজকাল এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই লিংক করার জন্য দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল এবং আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১ লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড।
আপনাদের জানিয়ে রাখি যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা পেরিয়ে গেলেও এখন আপনি জরিমানা দিয়ে আপনার নিষ্ক্রিয় প্যান কার্ডকে সক্রিয় করে আধার কার্ডের সাথে লিংক করতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে ১০০০ টাকা। আমি এই জরিমানা দিলে আয়কর বিভাগ এক মাসের মধ্যে আপনার প্যান কার্ড পুনরায় সক্রিয় করবে।
তবে আবার অনেকেই আছেন যাদের প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ৮০ বছরের বেশি বয়সীরা এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া আয়কর আইন অনুসারে, অনাবাসী বা যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদের প্যান কার্ড লিঙ্ক করার প্রয়োজন নেই। তবে বাকিদের অবশ্যই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে তারা বড় সমস্যায় পড়তে পারেন। আধারের সাথে প্যান লিঙ্ক না থাকলে আইটিআর ফাইল করা যাবে না। এ ছাড়া ব্যাংক সংশ্লিষ্ট লেনদেনও বন্ধ রয়েছে। এমনকি অনেক সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া যায় না।