কৌশিক পোল্ল্যে: কিছুমাস আগেই হাওড়া-আমতা লোকালে বাঁকড়া নয়াবাজ স্টেশনের কাছে রেলে কাটা পড়ার খবর এসেছিল, তারই ভয়ংকর ও বিভৎস পুনরাবৃত্তি ঘটল আবারও।
আজ বিকেল চারটে নাগাদ ট্রেনটি তার নিজ গতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল। আপ সাঁতরাগাছি-আমতা লোকালটি, মহেন্দ্রলালনগর ক্রশ করে সবে দ্রুতগতিতে মাজু ঢোকার মুখে হঠাৎটাই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ট্রেন লাইনের দু-পাশের মাঠে থাকা গ্রামের মানুষজন চিৎকার করে ছুটে আসেন ট্রেনের দিকে, কারন ট্রেনে কাটা পড়েছে এক ব্যাক্তি।
ট্রেনের যাত্রীরা তখনো ব্যাপারটা ঠাহর করতে পারেননি। মুহুর্তের মধ্যেই চারিদিকে কান্নার রোল উঠে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, ট্রেনের চাকায় পিষে মর্মান্তিকভাবে ব্যাক্তিটির শরীর থেকে গলা বাদ গিয়েছে। এই ঘটনা শুনে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই মর্মান্তিক ঘটনা ঘটল কীভাবে!!! জানা যায়, মাঠের পাশ দিয়ে ট্রেন চলাকালীন ওই ব্যাক্তি চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎই নিজের মাথা গলিয়ে দেন, এমনটাই স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতামত। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই অনুমান করা হচ্ছে। তবে কেন এই আত্মহত্যা, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান হিসেবে পারিবারিক গোলযোগ ও ব্যাক্তিগত সমস্যাই মনে করা হচ্ছে।
হাওয়ার মত খরব ওই এলাকায় ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা সকলে ছুটে আসেন। অনেকেই আচম্বিতে হওয়া এই ঘটনায় দুঃখজনকভাবে ভেঙে পড়েন।
প্রায়শই দুর্ঘটনা ঘটার খবর এই রুটে নতুন নয়। উল্লেখ্য, এই রুটের বহু আপ লোকাল ট্রেন, হাওড়া থেকে বাকি স্টেশনগুলিতে নির্দিষ্ট সময়ের বহু দেরিতে আসে। এ নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে অভিযোগ ও ভোগান্তির শেষ নেই। এরই মধ্যে এরকম দুর্ঘটনা ও আত্মহত্যার চেষ্টা সত্যিই মর্মান্তিক, যদিও রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা নিয়ে এদিন ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলে।