আজ সোনারপুরের একটি হোমে দেখা গেল বিরাট কোহলিকে। এইচআইভি আক্রান্ত ছোট ছোট শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। অনেকটা সময় কাটান তাদের সঙ্গে। শোনেন তাদের কথা, বাচ্চাদের কী কী করতে ভালো লাগে জিজ্ঞাসা করেন। তাদেরকে অনুপ্রাণিত করেন, তাদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি ২২ নভেম্বর ইডেন গার্ডেনে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট দেখার জন্য আমন্ত্রণও জানান বিরাট।
বিরাটের সঙ্গে যারা ছিলেন তারা জানান “বিরাটকে অত্যন্ত পজিটিভ ভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এবং এরকম একটা উদ্যোগে বিরাটের সাথে থাকতে পেরে আমরাও অত্যন্ত খুশি”। অনেকটা সময় বাচ্চাদের সঙ্গে কাটানোর পর বিরাট কোহলি ইডেনের উদ্দেশ্যে রওনা দেন প্রস্তুতির জন্য।