আমাদের দেশের কোটি কোটি কৃষক দীর্ঘকাল ধরে ভারত সরকারের উচ্চাভিলাষী প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা’র সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। এই প্রকল্পে দেশের কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে সহায়তা পান। আজ দেশের কোটি কোটি কৃষক ভারত সরকারের এই উচ্চাভিলাষী প্রকল্পের সুযোগ নিচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। এই টাকাগুলি প্রতিটি ২০০০ টাকার তিনটি সমান কিস্তিতে কর দ্বারা প্রদান করা হয়।
বিশেষ বিষয় হল, সরকার পিএম কিষাণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে হস্তান্তর করে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিএম কিষাণের ১৬ কিস্তি প্রকাশ করেছে। এখন ১৭তম কিস্তির অপেক্ষায় কৃষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ‘পিএম কিষাণ’-এর ১৬তম কিস্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তখন ৯ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। একই সময়ে ব্যয় হয়েছে ২১ কোটি টাকারও বেশি। তবে এখন কৃষকদের ১৭তম কিস্তির জন্য বেশি অপেক্ষা করতে হবে না। সূত্রের খবর, জুন বা জুলাই মাসে ১৭তম কিস্তির টাকা ছাড় করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পিএম কিষাণ যোজনার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in যান।
এখানে ফারমার্স কর্নার নামের অপশনে ক্লিক করুন।
এরপর ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন।
তারপরে গ্রামীণ কৃষক নিবন্ধন বা শহুরে কৃষক নিবন্ধন নির্বাচন করুন।
আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন এবং আপনার রাজ্য নির্বাচন করুন এবং ‘ওটিপি পান’ এ ক্লিক করুন।
ওটিপি পূরণ করুন এবং নিবন্ধকরণের দিকে এগিয়ে যান।
রাজ্য, জেলা, ব্যাঙ্কের বিশদ ও ব্যক্তিগত বিবরণের মতো অন্যান্য তথ্য লিখুন।
আধার কার্ডের সত্যতার প্রমাণ দিতে ‘সাবমিট’-এ ক্লিক করুন।