7th Pay Commission: ধনী হবেন কেন্দ্রীয় কর্মচারীরা, 18 মাসের বকেয়া DA নিয়ে সুখবর
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছে কর্মচারীদের জন্য
এখন সারাদেশে লোকসভা নির্বাচনের ঝড় শুরু হয়েছে যেখানে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং মানুষজনকে আকৃষ্ট করার চেষ্টা শুরু করেছে। কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশন ভোগীদের নিয়ে। এবারে ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বড় উপহার নিয়ে আসতে চলেছে সরকার। জানা যাচ্ছে সরকার বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টের স্থানান্তর করতে চলেছে খুব শীঘ্রই। এই বিষয়টা সবার ক্ষেত্রেই একটা বড় উপহারের মতো হয়ে উঠেছে। এক কোটিরও বেশি পরিবার এর ফলে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে
সরকার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মিডিয়া রিপোর্টে দাবী করা হচ্ছে, খুব শীঘ্রই নির্বাচনি আচরণবিধির আগে এটা হতে চলেছে একটা বুস্টার ডোজের মত। কেন্দ্রের মোদি সরকার ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভীদের একাউন্টে স্থানান্তর করতে চলেছে খুব শীঘ্রই। এটা সবার জন্যই একটা বড় উপহার হবে এবং সবার একাউন্টে আসবে প্রচুর টাকা। মনে করা হচ্ছে কর্মচারীদের একাউন্টে প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা করে আসতে চলেছে। প্রত্যেককে বেশ ভালোভাবেই সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতা বাকি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবারে সেই মহার্ঘ ভাতা দেবে ভারত সরকার
কেন্দ্রের মোদি সরকার সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে। তারপরে আরো একবার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার আলোচনা শুরু হয়েছে। এবার মনে করা হচ্ছে সরকার মহার্ঘ ভাতা কমিয়ে শূন্যে নিয়ে আসবে। এরপর তা আবার ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। সপ্তম বেতন কমিশন অনুসারে মহার্ঘ ভাতা কমিয়ে শূন্য করে দেওয়া হলে, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা টাকা যোগ করা হবে একাউন্টের মূল অর্থের সাথে ।