একঘেয়ে কাজ করার পরে আমাদের মন খালি পালাই পালাই করে, মনে হয় কোথাও একটু ঘুরে এলে বোধ হয় ভালো হয় । কিন্তু নুন আনতে পান্তা ফুরায় সংসারে ঠিকমত দু’বেলা দু’মুঠো ভাত জোটে না, সেখানে কি করে বেড়াতে যাবে! বেড়াতে যাবার সময় যৌবনে বেড়াতে যাওয়া হয়নি, কিন্তু তাতে দুঃখ কি! কোন মা যদি এমন পুত্রের জন্ম দেন, যে ব্যাংকের চাকরি ছেড়ে মা এর শখ পূরণ করার জন্য মাকে নিয়ে চলেছেন তীর্থে।
তীর্থ ভ্রমণের সঙ্গী একটি স্কুটার, এর পিছনে মাকে নিয়ে চলেছেন ভ্রমণে। কর্নাটকের দক্ষিণমূর্তি কৃষ্ণকুমার, মায়ের শখ পূরণে বাবার পুরনো স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছেন ভ্রমণে।
বাবা মা কত কস্ট করে সন্তান মানুষ করে, কিন্তু সন্তান সব সময় বাবা-মাকে দেখেনা, কিন্তু যে কথাতে আছে ‘কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয়’ কিন্তু এখানে সন্তান উপযুক্ত সন্তানের মত কাজ করে এই প্রবাদ বাক্যটি কে মিথ্যে প্রমাণিত করেছে।