আজ ২৫ নভেম্বর সোমবার রাজ্যের তিনটি কেন্দ্রের উপনির্বাচন। খড়গপুর সদর, করিমপুর, এবং কালিয়াগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে ভোটারদের লাইন দেখার মতো। তারই মাঝে করিমপুরে এক বুথে বিশৃঙ্খলার খবর মিলছে।
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তিন কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লড়াইটা মূলত বিজেপি এবং তৃনমূলের। প্রতিটি দলের লক্ষ্য নিজেদের মর্যাদা রক্ষা। করিমপুর বিধানসভায় অশান্তির আশঙ্কার জন্য ১০ টি কোম্পানি আধা সামরিক বাহিনী মতোয়েন করেছে কমিশন। প্রায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
করিমপুর বিধানসভা কেন্দ্রে মোট ২৬১ টি বুথ রয়েছে। যার মধ্যে ২৫৩ টি বুথে আধা সেনা মোতায়েন করা হয়েছে। এবং খড়গপুর এবং কালিয়াগঞ্জ কেন্দ্রে ২৭০টি বুথ রয়েছে। রাজ্যে প্রতিটি ভোটে অশান্তির সৃষ্টি হয় বলেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে।
কমিশন জানিয়েছে সকাল থেকে তিনটি বুথেই কড়া নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কেউ যেন না ঢুকতে পারে তার দিকে নজর দেওয়া হবে।