‘২৬ হাজার চাকরি বাতিল, চিন্তা করবেন না’, SSC নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আদালতের নির্দেশে বিপাকে পড়েছেন কয়েক হাজার শিক্ষক। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভা থেকে নিজে দাঁড়িয়ে তিনি বলেছেন, “ভয় পাবেন না। আমরা লড়ে যাবো।” ইতিমধ্যে দেশের শুরু হয়েছে লোকসভা নির্বাচনের। প্রথম দফার ভোট ইতিমধ্যে নেওয়া হয়েছে। এরই মধ্যে আদালতের রায়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক। পরিস্থিতির গুরুত্ব বুঝে মানুষের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা উচ্চ আদালতের এসএসসি সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করার কথা বলেছেন মমতা।
উত্তর দিনাজপুরের চাকুলিয়ার এক নির্বাচনী প্রচার সভা বড় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বলেছেন, “কোনোভাবে জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা ঠিক লড়ে যাব। রায়কে চ্যালেঞ্জ জানাবো। চিন্তা করবেন না, লড়াই চালিয়ে যাবো।”
এক সঙ্গে জনসভা থেকে মমতা বার্তা দিয়েছেন, “যাঁদের চাকরি বাতিল করার কথা বলা হচ্ছে তাঁরা চিন্তা করবেন না। মনের জোর রাখুন, ভেঙে পড়বেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি সব সময়। যতদূর লড়াই করা সম্ভব আমরা তত দূর লড়াই চালিয়ে যাবো।” এছাড়াও চাকরি হারানো শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “মানুষ আপনাদের সম্মান করে , আমরা আপনাদের সম্মান করি।”