LIC Scheme: প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন চান? LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলে থাকবে না কোন চিন্তা
আপনি যদি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন একেবারে নিশ্চিন্ত কাটবে
এখনকার দিনে ভারতীয়দের মাথায় একটাই প্রশ্ন সবসময় ঘোরাফেরা করছে, অবসরের পরে আয় কোথা থেকে আসবে? দৈনন্দিন খরচ চলবে কিভাবে এবং কিভাবে অবসর গ্রহণের পরেও মোটা টাকা রোজগার করা সম্ভব হবে প্রতি মাসে? এই প্রশ্নের উত্তর এবার নিয়ে এসেছে এলআইসি। ভারতের সবথেকে বড় বীমা সংস্থা এবারে ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ প্রকল্প যার মাধ্যমে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন পেতে থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সঞ্চয় এর উপরে ভরসা করে এখনকার দিনে আর অবসর জীবন কাটানো যায় না। সেই কারণে এখন এই ধরনের প্রকল্পে বিনিয়োগ করাটা খুব ভালো। হয়তো পর্যাপ্ত রিটার্ন আপনি সবসময় নাও পেতে পারেন, কিন্তু আপনার হাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আসতে থাকবে। সঠিক জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি যেরকম রিটার্ন পাবেন, কিন্তু আপনার প্রতি মাসের খরচ ভালোভাবে চলতে পারে। চলুন তাহলে এলআইসির এই বিশেষ প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিশেষ প্রকল্পটি আপনাকে প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন পাওয়ার সুযোগ করে দেবে। এলআইসির এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি অবসর জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারেন। এলআইসি দেশের সুপরিচিত একটি জীবন বীমা কোম্পানি এবং এখানে এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করলে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এলআইসির এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন উৎসব প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনারা নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনাকে একটা সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হবে। এর সঙ্গে গ্রাহক ১০ শতাংশ আয়ের সুবিধা পেয়ে যেতে পারেন। এই পলিসিতে ৫ থেকে ১৬ বছরের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে। মেয়াদ শেষে প্রতি মাসে ১ লক্ষ টাকা করে পেনশন আপনি পেয়ে যাবেন।
এলআইসি জীবন উৎসব প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে পলিসি হোল্ডার কিন্তু ডেথ বেনিফিটের সুবিধা পেয়ে যান। অর্থাৎ পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে প্রাথমিক পরিমাণ বা বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ, যেটা বেশি হবে সেটা মৃতের পরিবারকে দেওয়া হবে এলআইসির তরফ থেকে। এছাড়াও পলিসি হোল্ডার যদি দীর্ঘ সময়ের জন্য পলিসি চালিয়ে যেতে চান, তাহলে মূল বীমা করা অর্থের দশ শতাংশ আয় হিসেবে দেওয়া হয়ে থাকে।
তবে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে, যদি এত সুবিধা এলআইসি দিয়ে থাকে তাহলে হয়তো প্রিমিয়ামের অর্থটা অনেকটা বেশি। তবে এরকমটা একেবারেই নয়। এলআইসি জীবন উৎসব প্রকল্পে বয়স এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে প্রিমিয়াম নির্ধারিত হয়ে থাকে। যদি কারো বয়স ২৫ বছর হয় এবং তিনি ১০ লক্ষ টাকার বীমা করতে চান, এবং ১২ বছরের জন্য প্রিমিয়াম দেন তাহলে তাকে ২৫ বছর থেকে ৩৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। প্রথম বছরে প্রিমিয়াম দিতে হবে ৯২ হাজার ৫৩৫ টাকা, দ্বিতীয় বছর থেকে ১২ বছর পর্যন্ত ৯০,৫৪২ টাকা করে প্রিমিয়াম দিতে হবে ওই গ্রাহককে। এরপর ৩৯ বছর থেকে ১০০ বছর পর্যন্ত তিনি টানা এক লক্ষ টাকা করে পেনশন পেতে থাকবেন।।