তড়িৎ ঘোষ : ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে। এই ম্যাচ ঘিরে বিসিসিআই, সিএবি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের যেমন উৎসাহ ছিল প্রবল তেমনি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দেখা যায় প্রবল আগ্রহ।
ঐতিহাসিক ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার এক দুদিনের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। শেষ পর্যন্ত টিকিটের জন্য হাহাকার পড়ে যায় ময়দান জুড়ে। প্রথম থেকে পঞ্চম সব দিনের সকল টিকিট বিক্রি হয়ে যায়। শেষের দিকে টিকিট না পাওয়ার জন্য অনেককেই আক্ষেপ করতে শোনা যায়।
ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া এই অসম লড়াইয়ে ম্যাচটি দুদিন ও তৃতীয় দিনে মাত্র ৪৭ মিনিটের খেলাতেই শেষ হয়ে যায়। প্রতিদিনই ইডেনে ছিল উপচে পড়া ভিড়। চতুর্থ ও পঞ্চম দিন খেলা হলেও একই অবস্থা হতো। খেলা তিন দিনের কম সময়ে শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে তাহলে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট এর ভবিষ্যৎ কি হতে চলেছে।
সিএবি কর্তৃপক্ষ প্রথমে জানায় খেলা যেহেতু নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে তাই টিকেটের মূল্য ফেরত দেওয়ার কোন প্রশ্নই ওঠেনা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশ করতে চাননি। তিনি সিএবি কর্তৃপক্ষ ও অনলাইন টিকিট বিক্রি করা সংস্থা Bookmyshow এর সাথে আলোচনার পর জানিয়েছেন চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
প্রথমে অনলাইন এ বুক করা দর্শকদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে ৭ দিনের মধ্যে। ইডেনের কাউন্টার থেকে বিক্রি হওয়া টিকিটের মূল্য কিভাবে ফেরত দেয়া হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে।